ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - ভান্ডারিয়ায় নৌকা থেকে নদীতে পড়ে লঞ্চঘাট শ্রমিক দুই দিন ধরে নিখোঁজ

ভান্ডারিয়ায় নৌকা থেকে নদীতে পড়ে লঞ্চঘাট শ্রমিক দুই দিন ধরে নিখোঁজ

ভান্ডারিয়া প্রতিনিধি▶️

পিরোজপুরের ভান্ডারিয়ায় মন্টু সরদার (৪৮) নামে এক লঞ্চঘাট শ্রমিক নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে দুইদিন ধরে নিখোঁজ রয়েছে। বরিশাল, ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিদল দুইদিন ধরে অভিযান চালালেও তার সন্ধান মেলেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে দশটার দিকে ঘাট শ্রমিক মন্টু সরদার অপর দুই ঘাটশ্রমিক ইউছুব সরদার ও দেলোয়ার সরদারকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে আসা লঞ্চথেকে মালামাল নামিয়ে লঞ্চঘাট থেকে একটি ডিঙি নৌকায় করে ভান্ডারিয়া বাজারের ব্যবসায়ীদের কাছে মালামাল পৌঁছে দিতে রওয়ানা হলে পথিমধ্যে সেতু সংলগ্ন পোনা নদীতে মন্টু সরদার নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন। সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে ভান্ডারিয়া ফায়ার সার্ভিস এবং স্থানীয় ডুবুরী দল তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরবর্তীতে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরীদল উদ্ধার কাজে যোগ দেয় এবং তারা রাত পর্যন্ত সন্ধান চালীয়ে শ্রমিক মন্টু সরদারকে উদ্ধার করতে পারেনি। এদিকে মন্টু সরদার নিখোজের পর থেকে তার পরিবারে শোকের মাতম চলছে। সে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার তোতা সরদারের এর ছেলে এবং চার সন্তানের জনক। প্রায় দুই যুগ ধরে সে স্ত্রী এবং ছেলে মেয়ে নিয়ে ভান্ডারিয়ায় বসবাস করছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...