ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে রেনেসাঁ সংগঠনের উদ্যোগে সাইক্লিষ্টস্ গ্রুপের গণসম্মতি রাইড অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে রেনেসাঁ সংগঠনের উদ্যোগে সাইক্লিষ্টস্ গ্রুপের গণসম্মতি রাইড অনুষ্ঠিত

মো. মেহেদী হাসান >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে রেনেসাঁ সংগঠনের সাতদিন ব্যাপী ঈদ আয়োজনের অংশ হিসেবে আজ মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিনে সকালে মঠবাড়িয়া সাইক্লিষ্টস্ গ্রুপের গণসম্মতি রাইড অনুষ্ঠিত হয়েছে। এ সাইকেল র‌্যালীর উদ্বোধন করেন, মুক্তিযুদ্ধ কালীন নবম সেক্টর এর সাবসেক্টর সুন্দরবন অঞ্চলের ইয়াং অফিসার মজিবুল হক মজনু। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুর হোসেন মোল্লা, তাপস মিত্র, রেনেসাঁ সংগঠনের সাব্বির মোহাম্মদ খালিদ ও মো. রাসেল সবুজ প্রমূখ।

পরে কেেএম লতীফ ইনস্টিটিউশন চত্বর হতে রাইডাররা সকাল ১১ টায় সাইকেল র‌্যালী শুরু করে ঘন্টাব্যাপী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এসময় শুদ্ধ শিখি শুদ্ধ জাতীয় সংগীত বিষয়ে গণপ্রচারণা চালায়। শেষে পাঠাগার মিলনায়তনে গণসম্মতি রাইড শেষ হয়।

এ ব্যপারে মঠবাড়িয়া সাইক্লিষ্ট গ্রুপের প্রধান সঞ্চালক প্রিন্স মাহমুদ বলেন, সাইক্লিংকে জনপ্রিয় করতে মঠবাড়িয়ায় কতিপয় উদ্যোমী তরুণ কাজ করে আসছে। সাইকংয়ের মাধ্যমে এসব তরুণরা সামাজিক গণসচেতনতার পাশাপাশি মঠবাড়িয়া ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করে ঈতিহাস সম্পর্কে পাঠ নিচ্ছে।

রেনেসাঁ সংগঠনের পক্ষ থেকে সাব্বির মো. খালিদ বলেন, পরিবেশ বান্ধব যান সাইকেলকে জনপ্রিয় করার লক্ষ্য রেনেসাঁ সংগঠন এ সাইকেল র‌্যালীর আয়োজন করে। সংগঠনের সাত দিন ব্যাপী ঈদ আয়োজনের অংশ হিসেবে মঠবাড়িয়া সাইক্লিস্টস এ গণসম্মতি রাইড অনুষ্ঠিত হলো। আমরা সাইক্লিস্টস গ্রুপের সাফল্য কামনা করছি।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...