ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - ভান্ডারিয়ায় ৪০ দিন ধরে শিশু রবিন নিখোঁজ ! পরিবারের দাবি হত্যার পর লাশ গুম

ভান্ডারিয়ায় ৪০ দিন ধরে শিশু রবিন নিখোঁজ ! পরিবারের দাবি হত্যার পর লাশ গুম

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার কানুয়া গ্রামে রবিন (৭) নামের এক শিশু ৪০ দিন ধরে নিখোঁজ রয়েছে। রবিন গত ১৮ এপ্রিল বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়। সে কানুয়া গ্রামের রুহুল আমিন হাওলাদার ও হালিমা বেগম এর একমাত্র সন্তান। বাবা রাজধানীর একটি পোষাক কারখানায় চাকুরী করেন এবং মা হালিমা বেগম একজন জর্ডান প্রবাসী। ৫ বছর পূর্বে মা বিদেশ যাওয়ার পর থেকেই শিশুটি তার দাদার বাড়ীতে থাকত।
নিখোঁজ রবিনের দাদা জাহাঙ্গীর হাওলাদার জানান, গত ১৮ এপ্রিল রবিন বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তিনি জানান, তাদের পারিবারিক শত্রুতার জের ধরে প্রতিপক্ষ তার নাতীকে হত্যা করে লাশ গুম করে ফেলতে পারে। শিশুটি নিখোঁজের দিন কানুয়া এলাকার মো. রুবেল হাওলাদার, ছগির হাওলাদার, মামুন সিপাহী, মিঠু সরদার ও দেলোয়ার সরদারের সঙ্গে তার নাতী রবিনকে অনেকেই যেতে দেখেছেন।
এ ঘটনায় ৩০ এপ্রিল শিশুটির দাদা জাহাঙ্গীর হাওলাদার ভান্ডারিয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন।
ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান, নিখোঁজের বিষয়টি সকল থানায় মেসেজ দিয়ে জানানো হয়েছে। আমরা তদন্ত করে দেখছি।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...