ব্রেকিং নিউজ
Home - অনির্বাচিত - তুমি ঝুলে পর আমি আছি !

তুমি ঝুলে পর আমি আছি !

আজকের মঠবাড়িয়া ডেস্কঃ মেজর আখতারের একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে সারা দেশে তোলপাড় চলছে।তার প্রশ্ন, আগামী দিনে আমাদেরকে বাঁচাবে কে?

সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে বলেছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে কি বাঁচানোর কেউ নেই? তার জন্য টু শব্দ করার ক্ষমতা কারো নেই! আগামী দিনে আমাদেরকে বাঁচাবে কে? আমরাতো প্রায় সবাই আদালতের কাঠগড়ার আসামি।

তিনি লিখেছেন- সময় দ্রুত চলে যাচ্ছে।দিন দিন জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করা হচ্ছে।জামায়াতের ক্ষমতাসীন আমিরের ফাঁসি হয়ে যাচ্ছে।অসহায় বর্ষীয়ান ইসলামিক নেতাকে বাঁচানোর কেউ নাই! তার জন্য টু শব্দ করার ক্ষমতা কারো নাই! আগামী দিনে আমাদেরকে বাচাবে কে? আমরাতো প্রায় সবাই আদালতের কাঠগড়ার আসামি।উশৃঙ্খল দুর্নীতিগ্রস্ত নেতাদের দিয়ে কি নিজেদেরকে রক্ষা করা যাবে? নাকি ভানুর বিখ্যাত কৌতুকের মত বলতে হবে “তুমি ঝুলে পর, আমি আছি”।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় পার্টির কমিটি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা জাতীয় পাটির কমিটি নিয়ে সম্প্রতি একটি মহল সামাজিক যোগাযোগ ...