ব্রেকিং নিউজ
Home - অনির্বাচিত - মঠবাড়িয়ায় আবারও ৩৩৯পিচ ইয়াবাসহ গ্রেফতার এক

মঠবাড়িয়ায় আবারও ৩৩৯পিচ ইয়াবাসহ গ্রেফতার এক

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) এর একটি দল আজ বৃহস্পতিবার বিকেল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বাশঁবুনিয়া বাজার থেকে ৩৩৯পিচ ইয়াবাসহ খালদ হাসান মুনান (১৯)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত খালেদ আবু পার্শবতী ভান্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
র‌্যাবের উপ সহকারী পরিচালক (ডিএডি) সিকদার আশরাফুল রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বাঁশবুনিয়া গ্রামের বটতলা বাজারে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে খালদ হাসান মুনানকে আটক করা হয়। এ সময় তার শরীরে তল্লাশী চালিয়ে ৩৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এঘটনায় র‌্যাব-৮এর ডিএডি শিকদার আশরাফুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও‘র মতবিনিময় সভা

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম মতবিনিময় ...