ব্রেকিং নিউজ
Home - অনির্বাচিত - মানুষের মানচিত্রঃ শুভ জন্মদিন মেহেদী হাসান বাবু

মানুষের মানচিত্রঃ শুভ জন্মদিন মেহেদী হাসান বাবু

আমি এ তরুণকে ১০ বছর আগেও চিনতাম না। বয়সে নবীণ বলে হয়তো আমার তার সাথে দেখা সাক্ষাত হয়নি। তবে অনেক পরে টের পাই আমি তাকে না চিনলেও সে আমারে চেনে। আবার ভিষণ ভালোও নাকি বাসে। আরও টের পাই এইসব ভালোবাসাবাসি নিখাদ। বছর চারেক আগে এক বিকালে এই তরুণ আমায় মোবাইলে কল দিয়ে বলে, দাদা আদাব, আমি মেহেদী বাবু । পুরোনাম মেহেদী হাসান বাবু। আমি নাম জানি জি ভাই বলুন বলে বৃতান্ত বলতে বলি । সে আর কিছুই বলে না । শুধু বলে, দাদা দেখা করতে চাই। আমি তাকে সবিনয়ে আসতে বলি। পরদিন ২০ কিলো দুরে সে আমার সাথে দেখা করে। একটা চায়ের দোকানে আমাদের দেখা হয় জীবনে প্রথম। এটা জীবনের বেশ একটা কাব্যিক সাক্ষাত বটে।

মেহেদী বলতে থাকে আর আমি শুনতে থাকি । দাদা আমি একটা অনলাইন নিউজ চালাই। এখন আমি তো সাংবাদিক না। এসব আপনি ভালো বুঝেন । না করতে পারবেন না আমারে সাহায্য করেন। সে মোবাইল টিপে তার অনলাইন পোর্টালটা আমায় দেখায় । দেখি নাম আজকের মঠবাড়িয়া। লোগোর উপওে লেখা সত্য প্রচারে সোচ্চার। আমি তারে বলি ভাই দারুণ তবে আমি তো জীবনে পেশাগত সাংবাদিকতা করতে গিয়ে একটা পত্রিকা ছাড়া অন্য কোনও নিউজ মিডিয়ায় জড়িত হতে চাইনা।

সে আমার হাত চেপে ধরে বলে, দাদা আমারে সাহায্য করতেই হবে। এই তরুণকে আমার ভালো লেগে যায়। ভদ্র বিনয়ী আর ভালো চিন্তা ও সু জীবন বোধের মুখ। আমি তারে আশ্বস্ত করি। বলি আমার সহায়তা নিতে চাইলে আপনার কয়েকটা বিষয় মাথায় নিযে অনলাইনটা সমৃদ্ধ করতে হবে। প্রথমত উপকূলের কৃষি,জনজীবন,পরিবেশ আর প্রাণবৈচিত্র্য গুরুত্ব দিতে হবে । তরুণ দুই চোখে দেখি ওই স্বপ্নটা খেলছে। এরপর আমি তার অনলাইনের উপদেষ্টা সম্পাদক হয়ে যাই।

গত চার বছর ধরে আজকের মঠবাড়িয়া অনলাইনটা চলছে। আমি বছর খানেক যুক্ত হওয়ার মধ্যে তরুণ প্রকাশক মেহেদী হাসান বাবুকে সৌদি আরব চলে যেতে হয়। তারপর অনলাইটা আমার ঘাড়ে পুরোটাই চেপে বসে। তবে সে যেভাবে অনলাইনটা চালায় তাতে সে যে গত তিনবছর ধরে এলাকায় না সৌদিআরব তা বোঝার কোনও উপায় আমার নাই। সার্বক্ষণিক সে লেগে আছে। আমি এই তরুণের লড়াইটাকে সম্মান জানাই।

এবার করোনা সংকটের শুরু থেকে আজকের মঠবাড়িয়া অনলাইনটি যেভাবে জনগুরুত্বর্পূণ ভূমিকা এলাকায় রেখে চলেছে সেটি প্রশংসনীয়। বর্তমানে আজকের মঠবাড়িয়ায় আমাদের শহরের তরুণ কবি মেহেদী হাসান যুক্ত হয়েছে । এই দুই বুদ্ধিবাদি মেহেদী মিলে এখন অনলাইনটি বেশ গতিশীলতার সাথে এগিয়ে নিচ্ছেন।
প্রবাসী মেহেদী হাসন বাবু আজকের মঠবাড়িয়া অনলাইনটির প্রকাশক ও সম্পাদক । অনলাইনটি আমি একটি তার সামাজিক উদ্যোগ বলে মনে করি।
সমাজ ও সভ্যতার ভাবনার মানুষ এই তরুণ প্রবাসে থেকেও আপন জনপদ মঠবাড়িয়ার নানা সামজিক কর্মকাণ্ডে জড়িত। আমাদের সমাজ, সংস্কৃতি ও সভ্যতার লড়াইটা সমাজে সবাই করেন না। যাঁরা লড়াইটা চালান তাঁরা সবসময় বৈরীতাকে মেনে নিয়ে লড়াইটা করেন। ওটা অন্য এক আলোর মুখ ।

এই তরুণের সাথে আমার সখ্যতা জয়গাটা ওখানেই যেখানে সমাজহিতৈষী ভাবনাটা মিলে মিশে একাকার। সে যখনই একটা সমাজভাবনার উদ্যোগ নিয়ে ভাবেন আমায় শুরুতেই জানান পরামর্শ চান। কোনও বুদ্ধিবাদী তারুণ্যকে ম্রীয়মান করে রাখা কিংবা অবদমনের কোনও মনোবৃত্তি আমার নাই।

মেহেদী ওই তরুণ যে প্রবাসে থেকে এলাকার মানুষের নানা সংকটে হাত বাড়িয়ে দেন। নিজ এলাকায় তরুণদেও ক্রীড়ামোদি করে গড়ে তুলতে গড়ে তুলেছেন স্বাধীন বাংলা ক্রিকেট ক্লাব নামে একটি সংগঠন।
একবার আমাদের শহরের পত্রিকা হকার যাকে প্রতিদিন ৬০ কিলোমিটার সাইকেলে চড়ে আসতে হয় সদওে তার সাইকেলটি পুরোনো ও ভাঙাচোরা এমন খবর পেয়ে তাকে নতুন সাইকেল, পত্রিকা বহনের ব্যাগ কিনে দেন মেহেদী আর সাইদুল হক খান নামে দুই প্রবাসি মিলে।

আমরা সবুজ বাংলা নামে একটি সংগঠন দিয়ে বৃক্ষ রোপন কর্মসূজি হাতে নিলে মেহেদী সেখানে সহায়তা দেন। আমাদের শেরে বাংলা সাধারণ পাঠাগারে নানা অনুষ্ঠান সফল করতে সহায়তা করে যাচ্ছেন। এলাকার যেকোন বিপন্ন মানুষের পাশে সহায়তার হাত বাড়ান এ তরুণ।

এবার করোনা সংকট মোকাবেলায় মেহদেী তার নেতৃত্বে একদল তরুণ জনসচেতনতা মূলক নানা কর্মকাণ্ড কওে চলেছেন। জীবনুনাশক প্রয়োগ, মাস্ক বিতরণসহ প্রচার পত্র বিলি শুরু করেন করোনা সংকটু শুরু থেকে। বেশ কিছু দরিদ্র নিরন্ন ঘরবন্দী মানুষকে খাদ্য সহায়তা পৌঁছে দেন।
এইসব তরুণের মতো অসংখ্য তরুণ এবার দুর্গত সময় মানুষের পাশে দাড়িয়েছেন। আমরা সকলের উদ্যোগে এখন ঘুরে দাড়ানোর চেষ্টাটা অনন্ত করতে পারছি।
সামাজিক উদ্যোগে নিবেদিত এইসব তরুণকে আমি সম্মান জানাই। আমি এই সমাজ ও মানুষ ভাবনার তারুণের কাছে নতজানু হই। কেননা তরুণদের পরিশীলিত জীবনবোধের ভাবনা টিকে থাকলে আমাদের মননে সভ্য ও সুন্দরের আবহ টিকে থাকবে । আর ওটা একটা অন্য জীবনবোধের লড়াই । ওটাই মনুষ্য সমাজের আসল ধর্ম।
আমাদের করোনা সংক্রমনের পর আমরা দেখেছি কতিপয় বুদ্ধিবাদি তরুণরা মানুষকে বাঁচাতে ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। আজ অবধি সেই সকল মানবিক তরুণ এখনও মাঠেই আছেন। তাঁদের ম্রীয়মান করার শক্তিও আমাদের নাই।

সামাজিক উদ্যোক্তা আর মানবিক দায়ংবোধ সমপন্ন মানুষ মেহেদী হাসান বাবু। আমি এইসব উদ্যোক্তা মহতী তারুণ্যেও মানচিত্র আরও লিখে যেতে চাই। কেননা মানুষের জীবনবোধে মানিবক ও সমাজ ভাবনার তাড়না টিকে থাকা ভিষণ জরুরী। আমরা মানুষ প্রাণে কেবলই তাই আলোর প্রার্থনা জানাই।

আজ মেহেদী হাসান বাবুর শুভ জন্ম দিন। এইদিনে এই মানবিক তরুণের জন্য শুভ কামনা জানাই।

দেবদাস মজুমদার

উপদেষ্টা সম্পাদক,

আজকের মঠবাড়িয়া
২২ এপ্রিল, ২০২০

Leave a Reply

x

Check Also

ভাণ্ডারিয়ায় ধর্ষণের নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন

ভান্ডারিয়া প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে পৈচাশিক নিযার্তন ও ধর্ষণ, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ, শামীমাবাদে ...