ব্রেকিং নিউজ
Home - অনির্বাচিত - জেলা আওয়ামী লীগের সভাপতি আউয়াল এর মুক্তির দাবিতে মঠবাড়িয়া বিক্ষোভ মিছিল ও পথসভা

জেলা আওয়ামী লীগের সভাপতি আউয়াল এর মুক্তির দাবিতে মঠবাড়িয়া বিক্ষোভ মিছিল ও পথসভা

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পিরোজপুর জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করার পর বিচারক তা খারিজ করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে মঠবাড়িয়া পৌরশহরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুর রহমান এর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি পৌরশহরে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পৌরসভার সামনে মিলত হয় সেখানে পথসভা করেন সভায় উপস্থিতি বক্তারা দাবি করেন দুদকের মিথ্যা মামলায় দুর্দিনের জেলা আওয়ামী লীগের কান্ডারি এ কে এম এ আউয়াল কে কারাগারে পাঠানো হয়েছে।অতি বিলম্বে তাকে সহ তার সহধর্মিনী কে মুক্তি দিতে হবে।সভাস্থলে বক্তৃতা রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাকিল আহম্মদ নওরোজ ও সাবেক সাধারণ সম্পাদক জুলহাস শাহিন সহ উপস্থিতি নেতৃবৃন্দ।

এর আগে, গত ৭ জানুয়ারি হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পান আউয়াল। পরবর্তীতে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে করা দুদকের আবেদন খারিজ করে আউয়ালের জামিন আদেশ বহাল রেখে গত ১৬ ফেব্রুয়ারি আদেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Leave a Reply

x

Check Also

ভাণ্ডারিয়ায় ধর্ষণের নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন

ভান্ডারিয়া প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে পৈচাশিক নিযার্তন ও ধর্ষণ, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ, শামীমাবাদে ...