ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাউখালীতে শিক্ষা জাতীয়করণের দাবিতে বেসরকারী শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ

কাউখালীতে শিক্ষা জাতীয়করণের দাবিতে বেসরকারী শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ

 

কাউখালী প্রতিনিধি >

শিক্ষা জাতীয় করণের দাবিতে পিরোজপুরের কাউখালীতে বসরকারী শিক্ষকরা মানববন্ধন ও সমাবেশ করেছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ শিক্ষক সমিতির (কামরুজ্জামান) উদ্যোগে উপজেলা পরিষদ সড়কে ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে বেসরকারী শিক্ষক কর্মচারীরা অংশ নেন।
শেষে সমাবেশে বক্তব্য দেন, শিক্ষক সমিতির সভাপতি কিরন চন্দ্র হালদার, প্রধান উপদেষ্টা মো. নাসির উদ্দীন মাহমুদ,সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর মজুমদার, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু, শিক্ষক আনছার উদ্দীন ও মরণ কুমার ম-ল প্রমূখ।
বক্তারা বলেন, শিক্ষা জাতীয়করণ করে এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ৫% প্রবৃদ্ধি ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, বৈশাখী ভাতা, মেডিকেল ভাতার দাবি জানান।

সমাবেশ শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করেন।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...