, ,

মঠবাড়িয়ায় ইউপি সদস্যের মুক্তির দাবিতে মানববন্ধন

 

মঠবাড়িয়া সংবাদদাতা :

পিরোজপুরের মঠবাড়িয়া ৬ নম্বর টিকিকাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল হাওলাদারের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসি। আজ শনিবার বিকেলে মঠবাড়িয়া পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে ঘন্টাব্যাপি এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শেষে মানববন্ধনে নাসির উদ্দিন এর সভাপত্বিতে বক্তব্য দেন, ইউপি সদস্যের মেয়ে জান্নাতি আক্তার, কাজল বেগম, মোস্তফা গাজী, রহমান মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তরা দাবি করেন সাজানো একটি নাশকতা মিথ্যা মামলায় গত শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা ওই ইউপি সদস্য বাবুল হাওলাদারের অবিলম্বে মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানান।

About The Author

Leave a Reply