ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ভাণ্ডারিয়ায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করলেন সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু

ভাণ্ডারিয়ায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করলেন সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু


ভান্ডারিয়া প্রতিনিধি

পিরোজপুরে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল এগারটায় উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু। উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে আন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুজ্জামান, উপজেলা জাতীয় পার্টি জেপির কার্যনির্বাহী সভাপতি মোঃ মাহিবুল হোসেন মাহিম, সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার জোমাদ্দার, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহেমান চৌধূরী প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, স্মার্ট ভূমি সেবা, স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সেবা, নামজারি ব্যবস্থা, সকল ধরনের ভূমি সেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে বর্তমান সরকার।
সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু বলেন, দেশে বেশীরভাগ অপরাধ কর্মকাণ্ডের ঘটনা ঘটে জায়গা জমি নিয়ে। মামলায় অনেক গরীব মানুষ নিঃস্ব হয়ে যায়। ভূমি সংক্রান্ত সকল সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনস্বার্থে স্মার্ট ভূমি সেবা চালু করেছে। যে কেউ চাইলেই অনলাইনে সেবা গ্রহণ করতে পারে। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দক্ষ জনবল নিযোগের মাধ্যমে আপনাদের সেবা প্রদান করা হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...