ব্রেকিং নিউজ
Home - তৃণমূল সংলাপ - মঠবাড়িয়ায় ৮ শহীদ বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ

মঠবাড়িয়ায় ৮ শহীদ বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৯৭১ সালের ১০ মে পাকিস্তানী হানাদার বাহিনীর গুলিতে শহীদ ৮ জন বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনগত রাতে শহরের ব্যাংক পাড়া দলীয় কার্যালয় উপজেলা ছাত্রলীগ আহবায়ক আবু ইউসুব রায়হান এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান আকাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর প্রশাসক ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক সেলিম মাতুব্বর, পৌর আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাচ্চু আকন, উপজেলা আ.লীগ সহ সভাপতি মো. আরিফ উল হক, বীর মুক্তিযোদ্ধা ফারুক উজ জামান, বীর মুক্তিযোদ্ধা অমল কৃষ্ণ, সাংবাদিক আবদুস সালাম আজাদী, প্রভাষক জুলহাস শাহীন, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল প্রমূখ।

১৯৭১ সালের ১০ মে বীর মুক্তিযোদ্ধা গণপতি হালদার, জিয়া-উজ জামান, আনোয়ারুল কাদির, গোলাম মোস্তফা, শামসুল হক শাম বেপারী, আব্দুল মালেক বেপারী, অমল মন্ডল ও ধীরেন খড়াতিকে স্থানীয় রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানী হানাদার বাহিনী ধরে নিয়ে পিরোজপুর শহরের বলেশ^র নদীর দামধর নামক ঘট পাড়ে নামিয়ে গুলি দিয়ে হত্যা করে।

এদিকে ১০ মে বুধবার সকালে মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে মৃক্তিযোদ্ধা স্মৃতি বাগিচায় ওই ৮ জন শহীদ বীর মুক্তিযোদ্ধাসহ ১৭ জন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের “মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলক” উদ্বোধন করেন পৌর প্রশাসক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর।

 

Leave a Reply

x

Check Also

কাউখালীতে বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ...