ব্রেকিং নিউজ
Home - তৃণমূল সংলাপ - মঠবাড়িয়ায় ৫ বছর পর বিএনপির আহ্বায়ক কমিটি : বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

মঠবাড়িয়ায় ৫ বছর পর বিএনপির আহ্বায়ক কমিটি : বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় পাঁচ বছর পর সদ্য ঘোষিত বিএনপির উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা শহরে ঝাড়ু মিছিল করেছে। আজ বৃহষ্পতিবার স্থানীয় বিএনপির উপজেলার ১১ ইউনিয়ন ও পৌর কমিটির তৃণমূল কর্মীর ব্যানারে প্রতিবাদ বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর ভবনের সম্মূখ চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপির নেতা কর্মীরা সদ্য ঘোষিত কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে তা বাতিলে দাবি জানিয়ে ঝাড়ু ও জুতা প্রদর্শন করেন।
সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. অলিউজ্জামান রিপন মাতুব্বর ও পৌর সভার দুই নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি মো. এনায়েত কবির দুলাল প্রমূখ।
শেষে বিক্ষুব্ধ সড়কে বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, জেলা আহবায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান বাবলুর প্রতিকিৃতিতে ঝাড়ু ও জুতাপিটা করে কুশ পুত্তলিক দাহ করা । এসময় এ কমিটি গঠনে জড়িত জেলা ও বিভাগীয় কমিটির নেতাদের মঠবাড়িয়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
অপর দিকে নব গঠিত উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে এক পক্ষ আজ বৃহস্পতিবার দুপুওে শহওে একটি আনন্দ মিছিল বের করে। শেষে শহরের কে.এম লদীফ সুপার মার্কেটের সম্মূখ সড়কে পথসভা অনুষ্ঠিত। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির নতুন কমিটির সদস্য সচিব আবুবকর সিদ্দিক বাদলসহ যুবদ;ল ও ছাত্র দলেরর নেতারা।

কমিটি বাতিলের দাবিতে ডাকা সমাবেশে অভিযোগ করা হয়, মঠবাড়িয়া বিএনপির ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, জেলা আহবায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান বাবলু টাকার বিনিময়ে এই অবৈধ পকেট কমিটি গঠণ করেছে।
উল্লেখ্য, গত সোমবার পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান বাবলু স্বাক্ষরিত পত্রে বর্তমান উপজেলা সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলালকে আহবায়ক ও আবু বকর সিদ্দিক বাদলকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি এবং কেএম হুমায়ুন কবিরকে আহবায়ক ও নাজমুল আহসান কামাল মুন্সিকে সদস্য সচিব করে পৌর কমিটি গঠন করা হয়।

এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, তৃণমূল কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে উপজেলা ও পৌর আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।এই কমিটিকে দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠণের জন্য বলা হয়েছে। যারা পদ বঞ্চিত হয়েছে পূর্ণাঙ্গ কমিটিতে তারা স্থান পাবে। বহিরাগতদের দিয়ে বিএনপিকে দ্বীখন্ডিত করার জন্য এই মিছিল করা হয়েছে। কাদের ইন্ধনে এই মিছিল হয়েছে তা খুজে বের করে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...