ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় প্রবাসি আমিরুল হত্যায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে গ্রামবাসির মানববন্ধন

মঠবাড়িয়ায় প্রবাসি আমিরুল হত্যায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে গ্রামবাসির মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে মো. আমিরুল ইসলাম হাওলাদার (৪২) নামের এক প্রবাসিকে কুপিয়ে হত্যায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছে গ্রামবাসি। আজ রবিবার সকালে উপজেলার চালিতাবুনীয় সরকারি প্রাথমকি বিদ্যালয় সম্মূখ সড়কে সহস্রাধিক বিক্ষুব্দ গ্রামবাসি ও নিগত প্রবাসির শোকার্ত পরিবারের সদস্যরা ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন। এসময় গ্রামবাসি কালোব্যাজ ধারন কওে প্রতিবাদে অংশ নেন।
শেষে গ্রেফতারকৃত পাঁচ আসামীর ফাঁসির দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, আওয়ামীলীগ নেতা মো. বজলুর রহমান, সাবেক ইউপি সদস্য মো. কবির হোসেন, শিক্ষক মো. মোকছেদ আলী, মাদ্রাসা শিক্ষক মো. সাইফুল্লা বিন জাকারিয়া, নিহত প্রাবাসি আমিরুল এর ভাই মো. নূুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন ও নিহত প্রবাসির স্ত্রী সীমা আক্তার প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা গ্রেফতারকৃত আসামীদের দ্রুত বিচার করে ফাঁসির জানিয়ে বলেন, সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে তুচ্ছ ঘটনাার জের ধরে গভীর রাতে প্রবাসি আমিরুল নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকারি পরিবারের আত্মীয় স্বজনরা মামলা তুলে নিতে নানাভাবে হুমকী দিয়ে আসছে।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি দিনগত রাত দুইটার দিকে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামীণ সড়কে ওই প্রবাসী হত্যা কাণ্ডের শিকার হন। পুলিশ ওই রাতে ঘটনাস্থল হতে নিহতর লাশ উদ্ধার।
নিহত আমিরুল ইসলাম উপজেলার চালিতাবুনীয় গ্রামের মোকসেদ আলী হাওলাদার এর ছেলে । সে দুই সন্তানের জনক।
এ ঘটনায় স্থানীয় চালিতাবুনিয়া গ্রামের হায়দার পঞ্চায়েত (৫০), তার ছেলে কলেজ ছাত্র তাহসিন আরবি (১৮), একই গ্রামের কুয়েত প্রবাসী মাহাবুবুর রহমানের ছেলে নিরাজ মাহামুদ (১৭), রাজমিস্ত্রী ইউনুসের ছেলে মো. হোসাইন (১৭)কে পুলিশ ঘটনার দিন রাতে গ্রেফতার করেছে। পরে মামলায় এজাহারভূক্ত অপর আসামী আলিয়ার রহমান অলি(৪৫) কে ঢাকা থেকে পুলিশ গ্রেফতার করে। বর্তমানে এজাহারভূক্ত এ পাঁচ আসামী জেল হাজতে রয়েছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে স্থানীয় চালিতাবুনিয়া দীনিয়া দাখিল মাদ্রাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহাফিল অনুষ্ঠিত হয়। প্রবাসী আমিরুল ইসলাম সেখানে মাহাফিল শুনতে বাড়ি থেকে বের হন। মাহাফিল শেষে রাত দুইটার দিকে সে গ্রামের সড়ক দিয়ে বাড়ি ফিরছিল। এসময় স্থানীয় দেলোয়ার হোসেনের বাড়ির সম্মুখ সড়কে পোছলে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে ঘিরে দরে। এর পর দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। আহত ওই যুবকের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার কিছুক্ষণ পরেই ঘটনা স্থলেই তার মৃত্যু ঘটে। পরে গ্রামবাসি থানা পুলিশে খবর দিলে রাতেই ঘটনাস্থল হতে নিহত আমিরুলের লাশ পুলিশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত আমিরুল এর বড় ভাই নূরুল ইসলাম হাওলাদার বাদি হয়ে ঘটনার পর দিন ২২ ফেব্রুয়ারি পাঁচজনকে আসামী করে মঠবাড়িয়া এক হত্যা মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান, এ হত্যাণ্ডে অভিযুক্ত পাঁচ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হবে।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...