ব্রেকিং নিউজ
Home - খেলাধুলা - বার্সা ছাড়তে বাধ্য হতে পারেন নেইমার

বার্সা ছাড়তে বাধ্য হতে পারেন নেইমার

কর ফাঁকির মামলা সমাধান না হলে নেইমার বার্সেলোনা ছাড়তে বাধ্য হতে পারেন বলে জানিয়েছেন তারকা এই ফরোয়ার্ডের বাবা।

সান্তোস থেকে বার্সেলোনায় নেইমারের ট্রান্সফারের একাধিক বিষয় নিয়ে দীর্ঘ সময় ধরে তদন্ত চলছে। স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে তার দেশ ব্রাজিলের কর অফিসও বিষয়টি খতিয়ে দেখছে।

এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ১৪ ম্যাচ খেলে ১৩ গোল করা নেইমারের বাবা বলেন, “আমরা চুক্তি নবায়ন নিয়ে কথা বলছি। কিন্তু কিছু বিষয় সমাধান করার প্রয়োজন আছে আমাদের।”

স্প্যানিশ রেডিও কাদেনা সেরকে নেইমার সিনিয়র বলেন, “জানতে হবে, স্পেন আমাদের অবস্থা বিবেচনা করবে কিনা। আমাদের জন্য এটা কঠিন; কারণ ব্রাজিল আর স্পেন থেকে আমরা অনেক আক্রমণের শিকার হচ্ছি।”

নেইমারের বিষয়টি নিয়ে যা চলছে, তাতে বেশ হতাশ তার বাবা।

“এই বিষয় নিয়ে কি করতে হবে তা জানতে আমরা সবার সঙ্গে কথা বলছি। কারণ, আমরা স্পেনে দুই, তিন, চার, পাঁচ বা ১০ বছর থাকার পর অবাক হয়ে বলতে চাই না যে কাঠামোয় গলদ আছে। আমরা এখনই জানতে চাই, সব কিছু আমাদের জন্য ঠিক আছে কিনা।”

মনে শান্তি নিয়ে স্পেনে কাজ করতে পারবেন কিনা, সেই প্রশ্নও তোলেন নেইমারের বাবা। আর শান্তি নিয়ে কাজ করার জন্য তদন্ত বন্ধের দাবি জানান তিনি।

“আমি যন্ত্রণাভোগ নিয়ে কথা বলতে চাই না। কিন্তু কাজের জন্য স্বস্তিকর পরিবেশ না পেলে আমরা স্পেনে থাকতে পারি না।”

ব্রাজিলে এমন সমস্যা কখনওই ছিল না বলে জানান নেইমার সিনিয়র। স্পেনে আসার পরই তারা আক্রমণের মুখে পড়েছেন বলে দাবি করেন তিনি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ার গুলিসাখালী জি, কে, ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ার গুলিসাখালী জি, কে, ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩দিন ব্যাপী ৭৩ তম ...