ব্রেকিং নিউজ
Home - খেলাধুলা - রিয়ালের লক্ষ্য হবে না মেসির হাঁটু

রিয়ালের লক্ষ্য হবে না মেসির হাঁটু

অনিশ্চয়তা কাটিয়ে ক্লাসিকোয় যদি লিওনেল মেসি খেলতেই নামেন, তাহলে তার হাঁটু রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের ‘লক্ষ্য’ হবে না বলে বিশ্বাস করেন লুইস সুয়ারেস।

বার্সেলোনার এই ফরোয়ার্ড আরও জানান, প্রতিপক্ষ দলের সের্হিও রামোসের কাঁধেও আঘাত করতে যাবে না তার সতীর্থরা।

স্পেনের সর্বোচ্চ লিগ লা লিগায় আগামী শনিবার মুখোমুখি হবে দুই দল। চোট কাটিয়ে ফেরা মেসি ও রামোসের এ ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে সুয়ারেস বলেন, “আমি মনে করি না, কেউ সের্হিও রামোসের কাঁধে আঘাত করার চেষ্টা করবে এবং আমি এটাও মনে করি না, কেউ মেসির হাঁটুতে আঘাত দেওয়ার চেষ্টা করবে।”

গত সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে লা লিগার ম্যাচে হাঁটুতে চোট পান মেসি। গত সোমবার আর্জেন্টিনার এই ফরোয়ার্ড অনুশীলনে ফিরেছেন। তবে ক্লাসিকোয় বার্সেলোনার এই সেরা তারকার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ক্লাসিকোয় খেলার কথা রয়েছে রামোসেরও। রিয়ালের এই নির্ভরযোগ্য ডিফেন্ডার দলে ফিরেছেন কাঁধের চোট কাটিয়ে।

ম্যাঠের খেলায় প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শত্রুতা না থাকার কথাই যেন পরোক্ষভাবে বোঝাতে চাইলেন সুয়ারেস, “আমরা সহকর্মী এবং পেশাদার।”

বার্সেলোনা লিগের শিরোপা ধরে রাখার দিকেই এগুচ্ছে। রিয়াল ও আতলেতিকো মাদ্রিদ ছুটছে লুইস এনরিকের দলের পেছনে। সুয়ারেসের মনে হচ্ছে, শুধু ক্লাসিকো নয়, লিগ শিরোপার জন্য বাকি ম্যাচগুলোরও গুরুত্ব থাকবে।

“এখনও অনেক ম্যাচ বাকি আছে এবং আতলেতিকো মাদ্রিদও (শিরোপা লড়াইয়ে) ভূমিকা রাখবে।”

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...