ব্রেকিং নিউজ
Home - খেলাধুলা - ক্রিকেট - পাকিস্তান সুপার লিগে সাকিব ঝলক

পাকিস্তান সুপার লিগে সাকিব ঝলক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জমজমাট ব্যাট-বলের লড়াই শুরু হয়েছে গতকাল। বৃহস্পতিবার রাতেই দুবাইতে পর্দা উঠে গেছে পাকিস্তানের ফ্রাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসরে শুক্রবার সন্ধ্যায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লিগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে লাহোর ও করাচি।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপূণ্যে পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় ম্যাচে লাহোর কুয়ালন্ডারের বিরুদ্ধে ৭ উইকেটের বড় জয় পেয়েছে করাচি কিং। শুক্রবার সন্ধ্যায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে লাহোর। জবাবে ১৫.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় করাচি।

এদিন ১২৫ রানের সহজ টার্গেটে খেলতে নেমে দলীয় স্কোরবোর্ডে ৫ রান যোগ হওয়ার আগেই দুই ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে করাচি। এরপর দলের হাল ধরেন সাকিব এবং ওয়েস্ট ইন্ডিসের লেন্ডল সিমন্স। জয় থেকে মাত্র ১২ রান দূরে থাকতে অর্ধশত করে সাজঘরে ফেরেন সাকিব। তার আগে সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে করাচির জয় তখন নিশ্চিত। এরপর বাকি কাজটা সারেন শোয়েব মালিক ও সিমন্স।

দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করে অপরাজিত থাকেন সিমন্স। অন্যদিকে, ৩ ছক্কা আর ৩ চারে ৩৫ বলে ৫১ রান করেন। এর আগে, বোলিং প্রথম ওভারে এক উইকেট নিয়ে ম্যাচে বড় অবদান রাখান ম্যাচসেরা সাবেক বাংলাদেশ অধিনায়ক।

এর আগে গতকাল উদ্বোধনী ম্যাচেই ইসলামাবাদ ইউনাইটেডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ওইদিনই পিএসএল খেলার জন্য দুবাই গিয়ে পৌঁছান বাংলাদেশের তিন টাইগার সাকিব, তামিম এবং মুশফিকুর রহিম।

টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছেন সাকিব। করাচি কিংসের হয়ে খেলছেন এই বাংলাদেশি ক্রিকেটার। তবে, সাকিব আল আসান মূল একাদশে থাকলেও, মুশফিকুর রহিম রয়েছেন সাইড বেঞ্চে। বিদেশি কোটা চারজন পূর্ণ হয়ে যাওয়ার কারণে উইকেটরক্ষক হিসেবে মাঠে নামতে পারলেন না মুশফিক। করাচি কিংসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন শোয়েব মালিক। এই দলে বিদেশী কোটায় সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান ছাড়াও ল্যান্ডল সিমন্স, জেমস ভিন্স এবং রবি বোপারা।

উল্লেখ্য, সাকিবের দলেই ছিলেন আরেক টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ার গুলিসাখালী জি, কে, ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ার গুলিসাখালী জি, কে, ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩দিন ব্যাপী ৭৩ তম ...