ব্রেকিং নিউজ
Home - খেলাধুলা - অল্পের জন্য রক্ষা পেলেন রোনালদিনহো

অল্পের জন্য রক্ষা পেলেন রোনালদিনহো

ঢাকা: কেরালায় একটি ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন উপলক্ষে গত রোববার ভারতে পা রেখেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোনালদিনহো। তবে সোমবার স্থানীয় একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার সময় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তিনি। ভক্তদের চাপে তার গাড়ির সামনে ভেঙে পড়ে একটি লাইট পোস্ট। ড্রাইভারের দক্ষতার কারণে বড় ধরনের কোন ক্ষতি হয়নি।

সাবেক তারকা ফুটবলার। খেলেছেন ব্রাজিল ও বিশ্বসেরা ক্লাব বার্সেলোনায়। ফলে রোনালদিনহোর ভক্ত গোটা বিশ্বেই ছড়িয়ে আছে। ভারতেও তার প্রমাণ মিলল। সোমবার সকালে স্থানীয় একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন। রাস্তার দু’ধারে তাঁকে দেখতে ভিড় জমিয়েছিল অনেক মানুষ। অনেকে রোনালদিনহোকে এক নজর দেখতে উঠে পড়েছিলেন রাস্তার ধারের লাইট পোস্টের উপর। চাপ রাখতে না পেরে ভেঙে পরে সেই পোস্ট।

ভাগ্য সহায় ছিল বলেই রক্ষা। গাড়ি চলছিল আস্তে আস্তে। রোনালদিনহোর সামনে থাকা পুলিশ ভ্যান এগিয়ে গিয়েছিল। পেছনেই ছিল তার গাড়ি। পোস্টটি ঠিক ভেঙে পড়ে রোনালদিনহোর গাড়ির সামনে। অবশ্য ড্রাইভারের তৎপরতায়ই বেঁচে যায় রোনালদিনহোর গাড়ি। সঙ্গে তিনিও। লাইট পোস্ট ভেঙে পরতে দেখেছিলেন রোনালদিনহোর গাড়ির ড্রাইভার। আগেই থামিয়ে দেন গাড়ি।

উল্লেখ্য, একসময় ভারতীয় ফুটবলে বেশ জনপ্রিয় টুর্নামেন্ট ছিল নাগজি ট্রফি। ১৯৫২ সালে এর পথচলা শুরু হয়। এই টুর্নামেন্টে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশি ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু ১৯৯৫ সালে বন্ধ করে দেয়া হয় নাগজি ট্রফি।

সম্প্রতি এই টুর্নামেন্ronaldiniho2টকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে নাগজির কর্মকর্তারা। গতকাল (রোববার) সেই ট্রফির উদ্বোধন করতে ভারতে এসেছেন রোনালদিনহো। সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার।

উল্লেখ্য, ১৯৯৫ সালের পর এবারই প্রথম আয়োজন করা হচ্ছে নাগজি ট্রফি। আগামী ৫ ফেব্রুয়ারি কেরালায় শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। আটটি দল দুই ভাগে ভাগ হয়ে খেলবে। গ্রুপ পর্ব পেরিয়ে এদের মধ্য থেকে চারটি দল খেলবে সেমিফাইনালে। নাগজি ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে কোজিকোটের ইএমএস স্টেডিয়ামে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ার গুলিসাখালী জি, কে, ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ার গুলিসাখালী জি, কে, ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩দিন ব্যাপী ৭৩ তম ...