বেতাগী প্রতিনিধি >>
বরগুনার বেতাগীতে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টে সেরা দুই বিদ্যালয়ের খেলোয়ারদের জার্সি বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সম্বয় সভায় এ বিতরণ কর্সূচি অনুষ্ঠিত হয়। উপজেলার ৪৮ নম্বর বুড়ামজুমদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বুড়ামজুমদার ইউনিয়ন আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার হাওলাদার এ জার্সি বিতরণ করেন। এসময় তিনি টুর্ণামেন্টে বিজয়ী চান্দখালী সরকারী প্রাথমিক বিদ্যালেয় ও পূর্ব কাউনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে খেলোয়ারদের জার্সি তুলে দেন। বেতাগী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠোনে বক্তব্য দেন। সহকারী শিক্ষা অফিসার মো. আব্দুস সালাম, মো. কামরুজ্জামান রেজা, মো. ওবাইদুল্লাহ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সেলিম আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান বিএসসি ও প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সমন্বয়ক হেসমীন আক্তার প্রমূখ।
এসময় উপজেলার ১২৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.