ব্রেকিং নিউজ
Home - খেলাধুলা - জেলা পর্যায় ক্রীড়া প্রতিযোগিতায় সফলতা : মঠবাড়িয়ার কে.এম লতিফ ইনস্টিটিউশনের আনন্দ শোভাযাত্রা

জেলা পর্যায় ক্রীড়া প্রতিযোগিতায় সফলতা : মঠবাড়িয়ার কে.এম লতিফ ইনস্টিটিউশনের আনন্দ শোভাযাত্রা

মো. শাহাদাত হোসেন >>

পিরোজপুর জেলা পর্যায় ৪৬তম জাতীয় আন্ত:স্কুল গ্রীষ্মকালীন স্কুল মাদ্রসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলায় চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করায় মঠবাড়িয়ার কে.এম লতিফ ইনস্টিটিউশন আজ রবিবার দুপুরে শহরে আনন্দ শোভাযাত্রা বের করে।

বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান চত্বর হতে শোযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য,অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফুর রহমানের চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেয়া হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে আনন্দ সমাবেশে বক্তব্য দেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আ.লীগ সাধারন সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষানুরাগি মো. আরিফ-উল-হক, কে.এম লতিফ ইনস্টিটিউশনে প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, শিক্ষক মো. মনিরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত ও অভিভাবক সদস্য মো. আবুল কালাম প্রমূখ।

উল্লেখ্য, পিরোজপুর জেলা পর্যায় ৪৬তম জাতীয় আন্ত:স্কুল গ্রীষ্মকালীন স্কুল মাদ্রসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলায় বালক বিভাগে মঠবাড়িয়ার কে.এম লতিফ ইনস্টিটিউশন চ্যাম্পিয়ান ট্রফি ও ফুটবল খেলা বালিকা বিভাগে রানার্সআপ ট্রফি অর্জন করে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...