ব্রেকিং নিউজ
Home - অপরাধ - প্রতারকের প্রতারণার শিকার মহিলা ভাইস চেয়ারম্যান,থানায় জিডি

প্রতারকের প্রতারণার শিকার মহিলা ভাইস চেয়ারম্যান,থানায় জিডি

অনলাইন ডেস্কঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা ভাইরাসে কর্মহীন মানুষের খাদ্য সহায়তার নামে একটি প্রতারক চক্রের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মোসাঃ নাসরিন জাহান। বৃহষ্পতিবার করা ডায়েরিতে (ডায়েরি নং-৫৯৬,তাং-১৬.০৪.২০) তিনি রেড ক্রিসেন্টের নামে তার কাছ থেকে বিকাশে ১৬ হাজার ৩ শত টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেন।
ডায়েরি সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বুধবার বেলা ১১টায় উপজেলা চেয়ারম্যান মো: রিয়াজ উদ্দিন আহমেদ তার ব্যবহৃত মোবাইল নাম্বার (০১৭৯১৭২৩৯৯৬) থেকে তার (ভাইস চেয়ারম্যানের) মোবাইল নাম্বারে (০১৭১২৩০৮৯৮৬) ফোন দিয়ে কথিত পিরোজপুর রেড ক্রিসেন্টের ফোন নম্বর (০১৭১৫৪৯২১১১) দিয়ে বলেন এই নম্বরে ত্রাণের জন্য ১০টি নাম দিতে। মহিলা ভাইস চেয়ারম্যান ওই নম্বরে ফোন দিলে অপর প্রান্ত থেকে প্রাতারক চক্রের সদস্য নাম মামুন এবং পিরোজপুর রেড ক্রিসেন্টের লোক বলে পরিচয় দেয়। ওই প্রতারক মহিলা ভাইস চেয়ারম্যানকে দুঃস্থ মহিলাদের খাদ্য সহায়তার জন্য ৩০ কেজি চাল, ৫ কেজি করে ডাল ও তেল এবং নগদ অর্থ ত্রাণ দেয়ার কথা বলে কথিত এমডির ফোন নম্বর (০১৩১০৭৭১৪১৮) দিয়ে তার সাথে কথা বলতে বলেন। মহিলা ভাইস চেয়ারম্যান কথিত এমডির ফোন নম্বরে ফোন দিলে অপর প্রান্ত থেকে আকবর নামের এক ব্যক্তি রেড ক্রিসেন্টের এমডি পরিচয় দিয়ে প্রতিটি ফরমের জন্য ৭০০ টাকা করে পাঠাতে বলেন। ভাইস চেয়ারম্যান প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে তাদের দেয়া বিকাশ নম্বরে (০১৮৭৩১৯৫৯১৩) ১৬ হাজার ৩ শত টাকা পাঠান। এরপর থেকে প্রতারক চক্রের নম্বরে ফোন দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
মহিলা ভাইস চেয়ারম্যান পরবর্তীতে জেলা পরিষদের চেয়ারম্যান এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি উক্ত নাম্বার জেলা রেডক্রিসেন্টের কোন কর্মকর্তা বা কর্মচারীর নয় বলে জানান।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন- ওই নাম্বার দিয়ে ফোন করে দু:স্তদের নামের তালিকা চাওয়ায় আমি নারী ভাইস চেয়ারম্যানকে ১০জনের নাম দিতে বলেছিলাম। টাকা দেয়ার বিষয়টি আমার জানা নাই। হয়তো প্রতারকদের মিথ্যা আশ্যাসে লোভের বশবর্তী হয়ে ভাইস চেয়ারম্যান প্রতারিত হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ.ম মাসুদুজ্জামান মিলু জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। জড়িত কার্লপিটদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...