ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - আগামীকাল মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের ৫ গ্রামে পবিত্র ঈদুল-আযহা

আগামীকাল মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের ৫ গ্রামে পবিত্র ঈদুল-আযহা

মঠবাড়িয়া প্রতিনিধি >
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে প্রতি বছরের ন্যায় এবারও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাঁচটি গ্রামে আগামীকাল সোমবার পবিত্র ঈদুল-আযহা উদযাপন করা হবে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, ফরিদপুর ও সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের ন্যায় আগামীকাল সোমবার মঠবাড়িয়ার বলেশ্বর নদ তীরবর্তী সাপলেজা ইউনিয়নের ক্ষেতাছিড়া, কচুবাড়িয়া, ঝাটিবুনীয়া, চরকগাছিয়া ও ভাইজোড়া গ্রামের দুই শতাধিক পরিবারের সহস্রাধিক মানুষ ঈদুল-আযহা পালন করবেন।

সুরেশ্বর দরবারের অনুসারী স্থানীয় স্কুল শিক্ষক ফারুক হোসেন খন্দকার বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা প্রতি বছরই ঈদুল-ফিতর ও ঈদুল-আযহা পালন করে থাকি। এবারও সেভাবেই ঈদুল-আযহা পালন করা হচ্ছে। এ ঈদ পালনকে ঘিরে পাঁচ গ্রামের মানুষের মধ্যে উৎসবের আমেজ চলছে।

তিনি আরও জানান, আগামীকাল সোমবার সাপলেজা ইউনিয়নের পাঁচ গ্রামের ঈদগাহ মাঠে সকাল ৯টায় পাঁচটি পৃথক জামাত অনুষ্ঠিত হবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...