ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - ধর্ম ও জীবন - শ্রীরামকাঠিতে প্রনব মঠ এর শতবর্ষ > পাঁচ দিন ব্যাপী উৎসব

শ্রীরামকাঠিতে প্রনব মঠ এর শতবর্ষ > পাঁচ দিন ব্যাপী উৎসব

পিরোজপুর সংবাদদাতা > পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠীতে শ্রী শ্রী প্রনব মঠ এর শতবর্ষ উদযাপন উপলক্ষে পাঁচ দিন ব্যাপী ধর্মীয় উৎসব চলছে । অনুষ্ঠানের চতুর্থ দিন আজ শুক্রবার সকালে ভক্তবৃন্দের অংশগ্রহণে বর্নাঢ্য ধর্মীয় শোভাযাত্রা মন্দির প্রাঙ্গন হতে শুরু হয়ে শ্রীরামকাঠী বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। প্রায় এক কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রায় ভারতের বিভিন্ন প্রদেশ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক সহস্রাধিক ভক্তবৃন্দ অংশ গ্রহন করে।
শ্রীরামকাঠী প্রনব মঠের সাধারন সম্পাদক শ্রী নিত্যানন্দ হালদার জানান, আজ শুক্রবার সারা দিন বিভিন্ন ধর্মীয় আলোচনা সভা, ধর্মীয় সঙ্গীত বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকালে ধর্মীয় আলোচনায় সভাপতিত্ব করবেন প্রনব মঠের সভাপতি স্বামী গীতাত্মানন্দজী মহারাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পিরোজপুরের জেলা প্রশাসক মো: খায়রুল আলম সেখ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মনোজ কান্তি বড়াল।
এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের বালীগঞ্জের ভারত সেবা আশ্রম সংঙ্ঘের প্রবীন সন্যাসী স্বামী দ্বিব্যানন্দজী মহারাজ, ভারতের বীরভূমের ভারত সেবা আশ্রম সংঘের স্বামী অগ্নিস্বরানন্দ সহ বাংলাদেশের বিভিন্ন প্রনব মঠের স্বামীজিবৃন্দ আলোচনায় অংশ নেন।
বিকালে প্রধান অতিথি পিরোজপুর জেলা প্রশাসক মো: খায়রুল আলম সেখ শ্রীরামকাঠী বন্দরের দুই একর জায়গা বিশিষ্ট মন্দির প্রাঙ্গনে ১০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করেন।
এছাড়া মন্দির প্রাঙ্গনে পঞ্চচুড়া প্রনব মন্দির সহ দুর্গা মন্দির ও কালী মন্দির সহ বিভিন্ন সেবা কেন্দ্রের ভিত্তি প্রস্থর উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মনোজ কান্তি বড়াল এবং ভারত সেবা আশ্রম সংঙ্ঘের প্রবীন সন্যাসী স্বামী দ্বিব্যানন্দজী মহারাজ ।
৫দিন ব্যাপি অনুষ্ঠানে প্রতিদিন হাজার হাজার হিন্দু ধর্ালম্বী ভক্তবৃন্দের জন্য রয়েছে বিশেষ প্রার্থনা, প্রসাদ বিতরন সহ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ।

Leave a Reply

x

Check Also

কাউখালীতে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ পূজা ...