ব্রেকিং নিউজ
Home - উপকূল - মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখতে ১৩ দফা দাবিতে পিরোজপুরে মানববন্ধন

মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখতে ১৩ দফা দাবিতে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি :

মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখতে স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের দাবিসহ ১৩ দফা দাবী আদায়ে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন পিরোজপুর জেলা শাখা। আজ সোমবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় শহরের টাউন ক্লাব সড়কে এ মানব বন্ধনের আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে তারা প্রধানমন্ত্রী বরাররে স্মারকলিপি প্রদান করেন। দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহা. মহিউদ্দিনের সঞ্চালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন পিরোজপুর জেলা শাখার সভাপতি ড. সৈয়দ মুহাম্মাদ শরাফত আলী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ ফারুক আহমেদ, বালিপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, দারুত সুন্নাত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আইয়ুব আলী, চালনা নামাজপুর নেছারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুল মালেক হাওলাদারসহ বিভিন্ন মাদ্রাসার প্রধান ও বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন পিরোজপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দরা।
এসময় বক্তরা বলেন, শিক্ষক-কর্মচারীদের একমাত্র প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন। স্বতন্ত্র শিক্ষাক্রম আমাদের শিক্ষায় স্বকীয়তা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঠ্যপুস্তক প্রনয়নসহ ১৩ দফা দাবি দ্রুত সময়ে মেনে না নিলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। তাই দ্রুত সময়ে আমাদের এ দাবি বাস্তবায়ন করতে হবে। যে বই ছাপানো হবে তা শিক্ষার্থীদের পাঠদানের জন্য উপযোগী নয়। বিশেষ করে মাদ্রাসায় এসকল বই ব্যবহারের প্রশ্নই আসে না। এ সকল কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল অর্জনকে ম্লান করে দিবে যা কোনভাবেই মেনে নেয়া যায় না।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...