ব্রেকিং নিউজ
Home - তৃণমূল সংলাপ - পিরোজপুরে সাংবাদিকদের সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল

পিরোজপুরে সাংবাদিকদের সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল

পিরোজপুর প্রতিনিধি 🔴🟢

মাদকের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে পিরোজপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল করেছে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর।

আজ বৃহষ্পতিবার সন্ধ্যায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের স্বাগত বক্তব্য রাখেন। প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম তানভীর আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ রব্বানী ফিরোজ, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, সাবেক সহ-সভাপতি খালিদ আবু, কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান।
সহকারী পরিচালক মো. আব্দুল কাদের বলেন, সমাজ পরিবর্তন, দেশের উন্নয়নে সবচেয়ে বড় অন্তরায় হলো মাদক। সমাজে যত দূর্ণীতি,অবক্ষয়, অপরাধ, ছিনতাই সব কিছুর্ কারন মাদক। আর এর নিয়ন্ত্রনে সবচেয়ে বড় ভুমিকা রাখতে পারে গণমাধ্যম কর্মীরা।
ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ-পরিদর্শক মোঃ জামাল হোসেন, হিসাবরক্ষক শীর মোহাম্মদ, সহকারী প্রসিকিউটর তারেকুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকমী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এলজিইডি জামে মসজিদের ইমাম মোঃ জাকির হোসেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...