ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - ধর্ম ও জীবন - মঠবাড়ীয়ায় ২ দিন ব্যাপী ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৮তম মহা-মহোৎসব বার্ষিকী পালিত

মঠবাড়ীয়ায় ২ দিন ব্যাপী ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৮তম মহা-মহোৎসব বার্ষিকী পালিত

আজকের মঠবাড়িয়া অনলাইন ডেস্ক- প্রতি বছরের ন্যায় পিরোজপুরের মঠবাড়ীয়ায় এ বছরও যথাযোগ্য মর্যদায় ২ দিন ব্যাপী যুগপুরুষোত্তম্ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৮তম মহা-মহোৎসব উদযাপিত হয়েছে স্থানীয় টি এন্ড টি রোডের রাইমোহন মন্দিরে। গত বৃহস্পতিবার সন্ধায় ৬ টা ৭ মি: প্রাত কালিন বিনতি প্রার্থনার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শুক্রবার বেলা ১১টায় ঠাকুরের ছবি সম্বলিত ব্যানার ও ব্যান্ডপার্টি নিয়ে ঠাকুরের শিষ্য ও ভক্তানুরাগীদের নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।দুপুরে আগত ভক্তদের মাঝে আনন্দ বাজারের প্রসাদ বিতরন করেন উৎসব কমিটির আয়োজক বৃন্দ।বিকাল ৩ টায় জাতী গঠনে মায়েদের ভুমিকা এর ওপর ভিত্তিকরে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়।মাতৃ সম্মেলন পরিচালনা করেন তরুশ্রী মিত্র। সন্ধা ৬টা ৭ মি: সান্ধকালীন সমবেত বিনতি প্রার্থনা। বিভিন্ন অঞ্চল থেকে আগত শিল্পীদের সমন্নয়ে ভক্তিমূলক সংগীত সন্ধা।সার্বিক অনুষ্ঠানে উপস্থাপনা করেন শ্রী রাজিব কুমার সাহা। রাত ৮ টায় ধর্মালোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন মঠবাড়ীয়া সৎসঙ্গ শাখার সভাপতি শ্রী ধীরেন্দ্র নাথ কর্মকার।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট থেকে আগত শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্য সহ.প্রতি.ঋত্বিক,বরিশাল থেকে আগত প্রকৌশলী অমল রায় সহ.প্রতি.ঋত্বিক,পিরোজপুর থেকে আগত শ্রী নিবাস কর্মকার সহ.প্রতি.ঋত্বিক, ঢাক থেকে আগত এড্ভোকেট ঝন্টু ওঝা সহ.প্রতি.ঋত্বিক এবং বরিশাল থেকে আগত উৎপল কুমার বসু সহ.প্রতি.ঋত্বিক। রাতে মনোজ্ঞ ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শ্রী কৃতি রঞ্জন রায় সহ.প্রতি.ঋত্বিক।এর পরে রাতে আনন্দ বাজারের প্রসাদ বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে।

Leave a Reply

x

Check Also

শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ

পিরোজপুর প্রতিনিধি : শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পিরোজপুরে বস্ত্র বিতরণ ...