ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - ধর্ম ও জীবন - মঠবাড়িয়ায় তিন দিন ব্যাপী বারুণী উৎসব

মঠবাড়িয়ায় তিন দিন ব্যাপী বারুণী উৎসব

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার ছোট শিংগা গ্রামের শ্রী শ্রী পরিক্ষীত চাঁদ সেবাশ্রমের আয়োজনে হিন্দু ধর্মালম্বী মতুয়া সম্প্রদায়ের ৬৪ তম বারুণী উৎসব আজ রবিবার থেকে শুরু হচ্ছে। ওড়াকান্দি ধামকর্তা শ্রী হিমাংশুপতি ঠাকুর ছোট শিংগা সেবাশ্রম প্রাঙ্গনে তিন দিনে বারুণী উৎসবের উদ্বোধন করবেন। শিক্ষক শ্রী কার্তিক চন্দ্র ঢাকি বারুণী অনুষ্ঠানে পৌরহিত্য করবেন।
ছোট শিংগা গ্রামের শ্রী শ্রী পরিক্ষীত চাঁদ সেবাশ্রমের ধামকর্তা সুধন্য ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা’ রুস্তুম আলী ফরাজি প্রধানি অতিথি ও মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ ছাড়া লক্ষ্মীখালী ধাম কর্তা শ্রী সাগরচাঁদ সাধু ঠাকুর প্রধান বক্তা হিসেবে ধর্মীয় আলোচনা করবেন।
তিন দিনের বারুণী উৎসবে শুভ অধিবাস, দল আগমন, ভা-ার ঘরে প্রবেশ, হরি কীর্তন, কবি গান, বাউল সংগীত, ধর্মীয় আলোচনাসহ মহোৎসব অনুষ্ঠিত হবে।
তিন দিনের এ বারুণী উৎসবে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে কয়েক হাজার হিন্দু ধর্মালম্বী মতুয়া সম্প্রদায়ের ভক্তবৃন্দ উৎসব স্থলে সমবেত হবেন। এ উৎসব প্রাঙ্গন ঘিরে মেলা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

x

Check Also

শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ

পিরোজপুর প্রতিনিধি : শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পিরোজপুরে বস্ত্র বিতরণ ...