ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় পাচঁদিন ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

মঠবাড়িয়ায় পাচঁদিন ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

মঠবাড়িয়া প্রতিনিধি <>

পিরোজপুরের মঠবাড়িয়া শ্রীগুরু সঙ্ঘ ও কেন্দ্রীয় শ্রীশ্রী হরিসভা মন্দির কমিটির উদ্যোগে পাচঁদিন ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া দিনব্যাপী প্রাতঃকালীন প্রার্থনা ও গুরুবন্দনা, শ্রীশ্রী গুরুগীতা পাঠ, শ্রীশ্রী গুরু দেবের পাদুকা উৎসব আরতী, সমাবেত প্রার্থনা ও গুরু প্রসঙ্গে গান, শ্রীমদ্ভাগবত পাঠ, ও মহানাম যজ্ঞানুষ্ঠানের অধিবাস হয়।
বৃহস্পতিবার থেকে পাঁচদিন বিরতীহীনভাবে চলবে মহানাম যজ্ঞানুষ্ঠান। দেশের বিভিন্ন জেলার ছয়টি সম্প্রদায় নাম কীর্তন পরিবেশন করবে।

শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক শ্রী অমল কর্মকার জানান, দুঃখ ক্ষুধা, যুদ্ধ পীড়িত এ দুঃসময়ে অশান্ত পৃথিবীর সব জীবের কল্যাণ ও শান্তি কামনায় এবং অশুভ বিনাশের প্রত্যয়ে বিগত বছরের মতো এবারো এ যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব ভক্ত শিষ্যসহ সবস্তরের মানুষকে এতে উপস্থিত হয়ে নামসুধা শ্রবণের অনুরোধ জানান হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...