ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

মঠবাড়িয়ায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

মঠবাড়িয়া প্রতিনিধি <>
পিরোজপুরের মঠবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের নিয়ে শান্তিপূর্ণ পরিবেশের উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজের সভাপতিত্বে প্রস্ততি সভায় উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ সহ এবারের দুর্গাপূজার উপজেলার ৯২টি মন্ডপের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ আহম্মেদ. ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান, থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু, প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ সাওজাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-ঙ্ক্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুভাস মজুমদার, সাধরণ স্পাদক শ্যাম শঙ্কর, আনছার ভিডিপি কর্মকর্তাসহ বিভিন্ন এলাকার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সরকার কর্তৃক অনুদান আরো বাড়ানো এবং প্রতিটি মন্ডপে সৌর সোলার প্যানেল স্থাপন সহ বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরেন। নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ প্রশাসনের পক্ষ থেকে সব-ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে আস্বস্থ করেন।

এদিকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি চলছে। উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ৯২টি মন্ডপে সার্বজনীন পূজা অনুষ্ঠিত হবে। আগামী ৪ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরুহবে দেবীর পূজো এবং ৮ অক্টোবর বিজয়া দশমীর দিন দেবীকে বিসর্জনের মাধ্যমে ঘটবে পূজোর সমাপ্তি। তাই সনাতন ধর্মাবলম্বীদের বিরাজ করছে উৎসবের আমেজ।

এদিকে দুর্গাপূজাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামা বলেন, প্রতিটি মন্ডপে পুলিশি নিরাপত্তা জোরদার থাকবে। এছাড়াও পুলিশ সদস্যের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক টহলে থাকবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...