ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - আজ মঠবাড়িয়ার সাপলেজার ৫ গ্রামের মানুষের মাঝে ঈদ উৎসব

আজ মঠবাড়িয়ার সাপলেজার ৫ গ্রামের মানুষের মাঝে ঈদ উৎসব

মঠবাড়িয়া প্রতিনিধি 🔹

পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের ৫ গ্রামের শুরেশ্বর পীরের অনুসারী প্রায় ৬ শতাধিক পরিবার আজ শুক্রবার ঈদ-উল-ফিতর উদযাপন করছেন। তবে আগামীকাল শনিবার সারাদেশজুড়ে পবিত্র ঈদ পালিত হবে।
জানাযায়, উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া ও খেতাছিড়া গ্রামে শুরেশ্বর পীরের অনুসারী প্রায় ৬ শতাধিক পরিবার ১৬ মে বুধবার থেকে রোজা শুরু করেছে। আজ বৃহষ্পতিবার রোজা ৩০টি পূর্ণ হওয়ায় আজ তারা ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবে।

ভাইজোড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ ফরহাদ হোসেন জানান, শুরেশ্বর পীরের অনুসারীরা প্রতি বছল সৌদী আরবের সাথে মিল রেখে রমজান ও দুই ঈদ পালন করে থাকে। এবছর সৌদী আরবে ১৫ মে মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় বুধবারের পরিবর্তে বৃহষ্পতিবার রোজা শুরু করেছেন। ফলে প্রতিবছর দেশের ঈদের একদিন আগে মঠবাড়িয়ার ছয় গ্রামে আগাম ঈদ পালিত হয়ে থাকে।

ছবি > প্রতীকি

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...