ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় তিন দিনব্যাপি অনুষ্ঠিত পবিত্র কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মঠবাড়িয়ায় তিন দিনব্যাপি অনুষ্ঠিত পবিত্র কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : <>

পিরোজপুরের মঠবাড়িয়ায় তিন দিন ব্যাপি কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় অনলাইন ‘মঠবাড়িয়া কন্ঠ’ কর্পক্ষের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে “কন্ঠে কুরআনের সুর” বিষয় ভিত্তিক তিন দিনের এ কোরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়।
আজ শনিবার বিকেলে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক শামসুদ্দোহা প্রিন্সের সভাপতিত্বে ও মঠবাড়িয়া বার্তা পত্রিকার সম্পাদক জুলফিকার আমীন সোহেল সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে-মসজিদের পেশ ঈমাম আলহাজ¦ মাওলানা মো. সিদ্দিকুর রহমান, দক্ষিণ বন্দর জামে-মসজিদের পেশ ঈমাম আলহাজ¦ মাওলানা মো. শাহ জালাল, বামনা ফাহাদ আল হামদান মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. নিয়াদ হাসান ফুয়াদ ও সূর্যমনি মোহাম্মদী কমপ্লেক্স মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. আবু বকর সিদ্দিক। এছাড়াও আমরা মাদকের বিরোধী শক্তি সংগঠনের মঠবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক মল্লিক মো. রুম্মান, সহ-সভাপতি স্বাধীন খান হীরা, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোস্তফা কামাল বুলেট, প্রচার সম্পাদক মো. বেল্লাল জমাদ্দার, সদস্য মো. সালাউদ্দিন নজরুল।
এ অনুষ্ঠানে মোট ৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দুই দিনে দুটি পর্বে বাছাইয়ের পর তৃতীয় দিনে ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ৪৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করার পাশাপাশি সেরা ১০ ও সেরা ৫ শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার এবং প্রথম, দ্বিতীয়, তুতীয় শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করা হয়।
গত ৩০ মে বৃহস্পতিবার সকালে তিন দিনব্যাপি কোরআন তিলোয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. সোহাগ হাওলাদার। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ সভাপতি মো. আরিফ -উল -হক।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...