ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - জনস্বাস্থ্য - পিরোজপুরে ১ লাখ ৩০ হাজার ৩৩০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

পিরোজপুরে ১ লাখ ৩০ হাজার ৩৩০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল


পিরোজপুর প্রতিনিধি :
সারাদশের ন্যায় আগামী ২০ ফেব্রুয়ারী থেকে পিরোজপুর জেলার ৭টি উপজেলায় একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শুরু হচ্ছে। এরই ধারাবাহিকতায় পিরোজপুর জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে শনিবার গনমাধ্যমের কর্মীদের সঙ্গে এক প্রেসকনফারেন্স অনুষ্ঠীত হয়েছে।
সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী জানান, আগামী ২০ ফেব্রুয়ারী এ কার্যক্রমে জেলার ৩টি পৌরসভা ও ৭টি উপজেলায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬-১১ মাস এবং ১২-৫৯ মাসের স্বাভাবিক ও প্রতিবন্ধী সহ মোট ১ লাখ, ৩০ হাজার ৩৩০জন শিশুকে নীল রংয়ের এবং লাল রংয়ের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি বলেন, জেলার একটি শিশুও ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়া থেকে বাদ যাবেনা না।
১হাজার ৩৫৮টি টিকা কেন্দ্রে ২ হাজার ৭১৬জন স্বেচ্ছাসেবী জেলার ৫৩টি ইউনিয়নের ১৬৫টি ওয়ার্ডে এ কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবেন।
সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকির সভাপতিত্বে উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইশতিয়াক আহমেদ ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...