ব্রেকিং নিউজ
Home - উপকূল - কাউখালীতে ভাইস চেয়ারম্যান মৃদুল এর ভ্রাম্যমান ভ্যাকসিন রেজিষ্ট্রেশন বুথ

কাউখালীতে ভাইস চেয়ারম্যান মৃদুল এর ভ্রাম্যমান ভ্যাকসিন রেজিষ্ট্রেশন বুথ

বিশেষ প্রতিনিধি 🔻

পিরোজপুরের কাউখালীতে কোভিড-১৯ এর রেজিষ্ট্রেশন সেবার লক্ষে ভ্রাম্যমাণ রেজিষ্ট্রেশন বুথ চালু করা হয়েছে। উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন এর ব্যক্তিগত উদ্যোগে উপজেলার পাঁচ ইউনিয়নের বিভিন্ন স্পটে এ ভ্রাম্যমাণ রেজিষ্ট্রেশন সেবা প্রদান করা হচ্ছে। এতে প্রত্যন্ত এলাকার জনসাধারণ বিনামূল্যে রেজিষ্ট্রেশন সেবা দোর গোড়ায় পাচ্ছেন।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, কাউখালীতে গণ টিকা কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রত্যন্ত এলাকার মানুষ টিকা গ্রহণের রেজিষ্ট্রেশন নিয়ে নানা বিড়ম্বরনার শিকার হন। তাই টিকা গ্রহণের রেজিষ্ট্রেশন সহজতর করতে তরুণ ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন করোনাকালে এ মানবিক সেবা চালু করেন। মহতী কাজে মাইক্রোবাসে করে ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানারসহ হ্যাণ্ড মাইক ব্যবহারের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত এলাকায় ফ্রি রেজিষ্ট্রেশন সেবা প্রদান করা হচ্ছে। সেই সাথে জনসাধারণের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসাবে মাস্ক এবং স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হচ্ছে।

এ ব্যাপারে উদ্যোক্তা উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন বলেন, কোভিড-১৯ এর রেজিষ্ট্রেশন যতদিন চলবে ততদিন আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমি জনগণের প্রতিনিধি হিসাবে আমার দায়বদ্ধতা রয়েছে বিধায় এটা আমি আমার দায়িত্ব কর্তব্য হিসাবে নিয়েছি। তাছাড়া প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ রেজিষ্ট্রেশন করতে পারে না বা জানেও না তাই আমি এ উদ্যোগটি স্বইচ্ছায় হাতে নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের জন্য ফ্রি করোনা টিকার ব্যবস্থা নিয়েছেন রেজিষ্ট্রেশন করে তা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি। তিনি আরো বলেন, এছাড়া আমার ব্যক্তিগত উদ্যোগে করোনা রোগীর জন্য ফ্রি অক্সিজেন, ঔষধ, ও খাদ্য সামগ্রী বাড়ী বাড়ী গিয়ে পৌঁছে দিয়েছি এবং তা অব্যাহত রয়েছে ।
করোনাকালে এ মহতী উদ্যোগের স্বাগত জানিে ছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানসহ এলাকার জনসাধারন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা বলেন, করোনার শুরু থেকে তরুণ ভাইস চেয়ারম্যান জনস্বার্থে নানা মানবিক উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। তার ফ্রি রেজিষ্ট্রেশন সেবা প্রত্যন্ত এলাকার মানুষের জন্য একটি মহতী সেবা ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...