ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - জনস্বাস্থ্য - কাউখালীতে অসুস্থ মানুষের প্রেসার মেপে স্বাস্থ্যসেবা দিচ্ছেন প্রবীণ সামাজিক উদ্যেক্তা খসরু

কাউখালীতে অসুস্থ মানুষের প্রেসার মেপে স্বাস্থ্যসেবা দিচ্ছেন প্রবীণ সামাজিক উদ্যেক্তা খসরু

বিশেষ প্রতিনিধি 🔻

দেশজুড়ে কঠোর লকডাউনের যানবাহন বন্ধ থাকায় সাধারণ মানুষ সহ অসুস্থ মানুষ বিপাকে পড়েছেন । লকডাউনের শুরু থেকে সকল পরিবহন বন্ধ থাকার কারনে প্রেসার মাপতে পারছে না অনেকেই। সেই সাথে আছে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সংকট।
এমন অবস্থায় ঘরবন্দী মোনুষকে স্বাস্থ সেবা দিচ্ছেন পিরোজপুরের কাউখালী প্রবীণ সামাজিক উদ্যোক্তা আব্দুল লতীফ খসরু।
তিনি প্রত্যন্ত এলাকায় মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষের প্রেসার মেপে দিচ্ছেন দিচ্ছেন স্বাস্থ্য কর্মী দিয়ে স্বাস্থ্যসেবা। তার এ মহতী কাজে সহায়তা করছেন পেরামেডিক ডিপ্লোমা (সরকার অনুমোদিন) সেবিকা হাফিনা আক্তার ।

কাউখালী উন্নয়ন পরিষদের উদ্দ্যেগে তার এই কর্মসূচীর যাত্রা শুরু আজ। এ বিষয়ে কেউন্দিয়া শিক্ষা মজলীশের সাধারণ সম্পাদক সালাউদ্দিন চানু বলেন, কাউখালীতে কঠোর লকডাউন চলতে সকল পরিবহন বন্ধ। মানুষ গৃহবন্ধী, তাদের ঘরে রাখতে তিনি মানবিক উদ্দ্যোগ নিয়েছেন। এটি একটি মহতি উদ্যোগ, তার এই উদ্যোগ প্রসংশার দাবিদার। এ বিষয়ে সামাজিক উদ্যোক্তা আঃ লতিফ খসরু বলেন, পুরো উপজেলা লকডাউনে গৃহবন্ধী মানুষের একটু সেবা দিতে পেরে আমি আনন্দিত। আমার এই কর্মকান্ড করোনা মহামারী পরিস্থিতি ও লকডাউন সিথীল না হাওয়া পর্যন্ত বহাল থাকবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...