ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে লকডাউনে ক্ষতিগ্রস্থ ১২৭ মৃৎশিল্পীর মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা

পিরোজপুরে লকডাউনে ক্ষতিগ্রস্থ ১২৭ মৃৎশিল্পীর মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা

পিরোজপুর প্রতিনিধি 🔴
পিরোজপুরে করোনা ও লকডাউনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ্য সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রামের ১শ’ ২৭ মৃৎশিল্প পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার খাদ্য সহায়তা বিতরন করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ, টোনা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ সংবাদ কর্মীরা।
প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার মধ্যে ছিল- ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, আধা কেজি চিনি, ১ লিটার ভোজ্য তেল, ১ কেজি মসুর ডাল, আধা কেজি লবন, আধা কেজি চিড়া ও মাস্ক। এসব মানবিক খাদ্য সহায়তা পেয়ে খুশী মৃৎশিল্প পরিবার সম্প্রদায়ের সদস্যরা।
জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব ত্রান বিতরন বাস্তবায়ন করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...