ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়িয়ায় করোনা ভাইরাস নিয়ে আপনাদের করা কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন ডাঃ রাকিবুর রহমান

মঠবাড়িয়ায় করোনা ভাইরাস নিয়ে আপনাদের করা কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন ডাঃ রাকিবুর রহমান

 

করোনা ভাইরাস নিয়ে আপনাদের করা কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন ডাঃ রাকিবুর রহমান

১. প্রশ্নঃ আমাদের মঠবাড়িয়ায় কি করোনা আক্রান্ত কেউ আছেন?
উত্তর ঃ না।
২. প্রশ্ন ঃ করোনা পরীক্ষার জন্য যাদের টেস্ট করা হয়েছে তাদের রিপোর্ট কি?
উত্তর ঃ সব গুলো এখন পর্যন্ত নেগেটিভ ; যদি পজেটিভ হয় তবে সবাইকে জানানো হবে।
৩. প্রশ্ন ঃ সরকারি হাসপাতাল কি খোলা থাকে?
উত্তর ঃ ২৪ ঘন্টা খোলা আছে, সকল চিকিৎসক নিয়মিত উপস্থিত আছেন।
৪. প্রশ্ন ঃ ভাইয়া অমুকে নাকি মারা গিয়েছে? ঘটনা কি সত্যি? প্লিজ লুকাবেন না
উত্তর ঃ না, মঠবাড়িয়ায় কেউ মারা যান নাই, কেউ আক্রান্ত হয় নাই।
৫. প্রশ্ন ঃ হাসপাতালে যাওয়ার রাস্তা কি খোলা?
উত্তর ঃ জরুরি চিকিৎসার জন্য ২৪ ঘন্টা সকল ব্যবস্থা আছে।
৬. প্রশ্ন ঃ ডাক্তার পাওয়া যায় না, কি করা যায়?
উত্তর ঃ সব সময় ডাক্তার আছেন আপনার প্রয়োজনে।
৭.প্রশ্ন ঃ করোনা পরিস্থিতিতে কিছু সাহায্য করতে পারবেন?
উত্তর ঃ জ্ঞান বুদ্ধি দিয়ে যতটুকু সম্ভব সেবা দিতে পারবো, ইনশাআল্লাহ।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...