ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - করোনার কারনে সৌদিতে পবিত্র কাবা ও মসজিদে নববীতে নামাজ স্থগিত

করোনার কারনে সৌদিতে পবিত্র কাবা ও মসজিদে নববীতে নামাজ স্থগিত

করোনাভাইরাসের ঝুঁকি বেড়ে যাওয়ায় এবার সৌদি আরব সরকার এবার পবিত্র কাবা ও মসজিদে নববীতে নামাজ বন্ধ করেছে। এতদিন সৌদি আরবের সব মসজিদে নামাজ আদায় বন্ধ ঘোষণা করা হলেও পবিত্র কাবা ও মসজিদে নববীতে নামাজ আদায় চালু ছিল।

‘করোনা প্রতিরোধে কর্তৃপক্ষ, নিরাপত্তা সংস্থা ও স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে কাবা ও মসজিদে নববীতে জন সমাগম ও নামাজ বন্ধ রাখা হয়েছে। বলে জানিয়েছেন জেনারেল প্রেসিডেন্সি অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেট’স অ্যাফেয়ার্সের মুখপাত্র। এক টুইটার বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলার অংশ হিসেবে মক্কা ও মদিনার মসজিদ দুটিতে নামাজ, বিশেষ করে জুমার নামাজ সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।

সৌদি আরব থেকে সর্বশেষ পাওয়া তথ্যে দেশটিতে ২৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ার তেঁতুলতলা বাজার খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া দধিভাঙ্গা-বড়হারজি-মঠবাড়িয়া খালের তেতুলতলা বাজার সংলগ্ন খাল দখলকৃত অবৈধ স্থাপনা গুড়িয়ে ...