ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - করোনায় উদ্বেগের কারণ আছে কিন্তু আতঙ্কের কারণ নাই – মেহেদী হাসান বাবু

করোনায় উদ্বেগের কারণ আছে কিন্তু আতঙ্কের কারণ নাই – মেহেদী হাসান বাবু

উদ্বেগের কারণ আছে কিন্তু আতঙ্কের কারণ নাই। নতুন এই করোনা ভাইরাসের গল্প শুরু চীনের হুয়াং এ গত মাসে।সেটা এখন বিশ্বের ১২৪টি দেশে ছড়িয়ে পরেছে।বর্তমানে চীন কিন্তু তাদের বিশেষ সতর্কতায় তারা এখন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এই ভাইরাস আবহাওয়ার উপরেও অনেকটা বিস্তার হচ্ছে একটু খেয়াল করলে দেখবেন বিশ্বের শীত প্রধান দেশগুলোতে বেশ চেপে বসেছে এই ভাইরাস সেই দিক থেকে গরম দেশগুলোতে তুলনামূলক অনেকটা কম আবার আক্রান্ত হলেও সুস্থ্য হয়ে ঘরে ফিরেছেন অনেকেই মৃত্যুর হার অনেকেই কম।সেই দিক দিয়া বাংলাদেশের বর্তমান আবহাওয়া এখন গরমের দিকে তাই আশাকরা যায় এই ভাইরাস বাংলাদেশে ওইভাবে মহামারী আকারে ধারন করবে না। এইজন্য একেবারে অসতর্ক হওয়াও চলবেনা। আমি কোন বিশেষজ্ঞ নই তবে বিভিন্ন দেশের করোনা আক্রান্তের খবর দেখে যেটা মনে হচ্ছে এই ভাইরাস বিস্তার লাভে আবহাওয়া একটা বড় ফ্যাক্টর! সৃষ্টিকর্তা আমাদের নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ। সতর্ক হন, আতংকিত না হয়ে।
মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজারের জন্য দোকানদারদের মাথা খারাপ করবেন না।দয়াকরে একটি বিষয় মাথায় রাখুন মাস্ক আসলে দরকার নেই। শুধু আপনার নিজের জ্বর আর কাশি হলে (করোনার প্রথম লক্ষন) মাস্ক পড়বেন। সেটাও অন্যরা যাতে সংক্রামিত না হয় সেজন্য। যে সকল জায়গায় জনসমাগম সেই জায়গা গুলো এড়িয়ে চলুন।
হ্যান্ড স্যানিটাইজারের খুবই দরকার নাই। যে কোন সাবান দিয়ে ভালো করে হাত ধুলেই হবে। হাত ধোবেন কমপক্ষে ২০ সেকেন্ড। আর মুখে কোনভাবেই হাত লাগাবেন না। শুধু এ দুটো কাজ করলে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুলাংশে কমে যাবে।বাহ্যিক উপায় অবলম্বনে নিজেকে জীবাণুমুক্ত রাখুন আবর্জনার মাধ্যমে ব্যাধি আপনার দিকে সংক্রামণ না হতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। সতর্কতামূলক এ সব ব্যবস্থাপনা অবলম্বন সুন্নাহর একটি অংশ। এটি আল্লাহর ওপর ভরসার সঙ্গে সাংঘর্ষিক নয়।

মেহেদী হাসান বাবু ফরাজী
প্রকাশক ও সম্পাদক, আজকের মঠবাড়িয়া।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ার তেঁতুলতলা বাজার খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া দধিভাঙ্গা-বড়হারজি-মঠবাড়িয়া খালের তেতুলতলা বাজার সংলগ্ন খাল দখলকৃত অবৈধ স্থাপনা গুড়িয়ে ...