ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - জনস্বাস্থ্য - মঠবাড়িয়ায় হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ

মঠবাড়িয়ায় হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি <>
পিরোজপুরের মঠবাড়িয়ায় ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ কর্মসূচির আওতায় নির্বাচিত উপকারভোগীদের চলমান স্বাস্থ্যসেবা আরও জোরদার করার লক্ষ্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে ও পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিত এ হেলথ ক্যাম্পে মোট ৪৫০ জন নারীকে চিকিৎসা সামগ্রী দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মিতা সিকদার, প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। মায়ের স্বাস্থ্য ভালো না থাকলে শিশুর স্বাস্থ্য ভালো হয় না। সুস্থ ও সবল মা অর্থ সুস্থ সবল জাতি। তাই মায়েদের স্বাস্থ্য সুরক্ষা করতে সবাইকে আরও সচেতন হতে হবে।

শেষে উপকারভোগী মায়েদেরে মাঝে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...