ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - জনস্বাস্থ্য - মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে দিনব্যাপী প্রবীণদের ফ্রি মেডিকেল ক্যাম্প

মঠবাড়িয়ায় ঈদ উপলক্ষে দিনব্যাপী প্রবীণদের ফ্রি মেডিকেল ক্যাম্প

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঈদুল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত প্রবীনদের নিয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
প্রবীণ উন্নয়ন সংগঠন প্যারেন্টস এজিং ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আজ শুক্রবার দিন ব্যাপী প্রবীণদের এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
প্যারেন্টস এজিং ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল-জোবায়ের আশির এর সভাপতিত্বে ক্যাম্প উদ্বোধনী সভায় বক্তব্য দেন, সংগঠনের সাধারন সম্পাদক মো. রুবেল মিয়া নাহিদ,সংগঠক ইমরা হোসেন ও কলিন্স কবিরাজ প্রমুখ।
শেষে ডা. প্রিয়াংকা হাওলাদারের নেতৃত্বে তিন সদস্যর মেডিকেল টিম শতাধিক প্রবীণদের রক্ত পরীক্ষা,চিকিৎসাপত্র ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

প্যারেন্টস এজিং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রুবেল মিয়া নাহিদ জানায়, প্যারেন্টস এজিং ফাউন্ডেশন ২০১৬ সাল থেকে দেশের প্রবীনদের জীবন মান উন্নয়নে নানান কর্মসূচি পরিচালনা করছে। সংগঠনটি ঈদ উপলক্ষে মঠবাড়িয়া উপজেলার ১১ ইউনিয়নে প্রবীনদের স্বাস্থ্য সেবা কার্যক্রম বাস্তবায়নে নানা কর্মসূচি গ্রহন করেছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...