ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পাথরঘাটায় এক ইলিশ ১১ হাজার টাকা !

পাথরঘাটায় এক ইলিশ ১১ হাজার টাকা !

মির্জা খালেদ, পাথরঘাট(বরগুনা) প্রতিনিধি >

বরগুনার পাথরঘাটায় দুই কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ ১১ হাজার ১৬৫ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার সকালে বিএফডিসি মতস্য অবতরণ কেন্দ্রের পাইকারি বাজারে মাছটি বেচাকেনা হয় বলে বিএফডিসি মতস্য অবতরণ কেন্দ্রের ম্যানেজার লেফটেন্যান্ট কমান্ডার এম এস্কান্দার আলী খান নিশ্চিত করেন।14390974_10208870449571317_378167543786096856_n

বরগুনা জেলা মতস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, উপজেলার টেংরা গ্রামের কবির শরীফের ট্রলারে মাছটি ধরা পড়ে। বাংলাদেশ মতস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাথরঘাটা অবতরণ কেন্দ্রের পাইকারি মতস্য বাজারের আড়তদার নিউ আলামিন ফিশের মাধ্যমে মো. রুবেল পাইকার মাছটি ১১ হাজার ১৬৫ টাকায় কিনে নেন।14222312_10208870453931426_798787837966398891_n

মাছের ওজন দুই কেজি ৩০০ গ্রাম। রুবেল ওই মাছটি ঢাকার বাজারে বিক্রির জন্য সংগ্রহ করেন। মাছের প্রতি কেজির দাম পড়েছে পাঁচ হাজার সাত টাকা এবং মণ হিসাবে দর পড়েছে দুই লাখ ৩০০ টাকা। অথচ গতকাল ওই বাজারে ৯০০ থেকে এক কেজি ওজনের মাছ পাইকারি ১৮ হাজার থেকে ২৪ হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...