ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - লকডাউনে বিপন্ন মধ্যবিত্তের দুয়ারে মঙ্গল আলোয় ফাউণ্ডেশনের খাদ্য সামগ্রীর প্যাকেট

লকডাউনে বিপন্ন মধ্যবিত্তের দুয়ারে মঙ্গল আলোয় ফাউণ্ডেশনের খাদ্য সামগ্রীর প্যাকেট

বিশেষ প্রতিনিধি 🔴
সাত দিনের পর আবার নতুন করে লকডাউন। দরিদ্ররা কর্মহীন। কর্মহীন মধ্যবিত্ত। মধ্যবিত্তের সমস্যা কস্টের কথা বলতে পারছেন না, পারছেন না কোথা সহায়তা চাইতে। করোনায় প্রথম দফার লকডাউনে দরিদ্র মানুষের জন্য সামাজিক সংগঠন মঙ্গল আলোয় ফাউণ্ডেশন যেমন করে বিপন্ন মানুষের পাশে দাড়িয়েছেন তেমনি এবার দ্বিতীয় দফার লকডাউনেও সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন। এবার দরিদ্র মানুষের পাশাপাশি বিপন্ন মধ্যবিত্তের দুয়ারে পৌঁছে দিচ্ছেন খাদ্য সহায়তা। মঙ্গল আলোয় ফাউণ্ডেশন সেই সকল মধ্যবিত্তের দুয়ারে খাদ্য সামগ্রীর প্যাকেট রেখে মোবাইলে কল করে বলছেন আপনার জন্য দুয়ারে উপহারের প্যাকেট রাখা হয়েছে। সহায়তার এমন ব্যাতিক্রমী মহতী কাজ করে চলেছেন সংগঠনটি।
জানাগেছে সংগঠনটি পরিবার প্রতি লকডাউনে প্যাকেজে ১০ কেজি চাল, দুই কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, দুই লিটার সয়াবিন তেল, এক কেজি লবনম এক কেজি ছোলাবুট ও দুই কেজি মশুরি ডাল বিতরণ করছেন।

মঙ্গল আলোয় ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক নার্সসুলতানা বলেন, করোনায় মধ্যবিত্তরাও খারাপ অবস্থায় আছেন। নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা সকলেই করোনার লকডাউনে অনেকটা কর্হীন। নিম্নবিত্তরা যদিও হাত পেতে সবার কাছে চাইতে পারছে। কিন্তু মধ্যবিত্তরা লজ্জায় সহজে কারো কাছে চাইতে পারছেন না । আর চাইতে পারছেন না বলেই অনাহারে-অর্ধাহারে সন্তানদের নিয়ে দিন কাটাচ্ছেন। আমার কাছে অনেক ফোন এসেছে। কারণ গত বছর লকডাউন আমরা মধ্যবিত্তদের প্রয়োজনীয় সকল খাদ্য সামগ্রী দিয়েই শুরু করেছিলাম । আমাদের মঙ্গল আলোয় ফাউন্ডেশন যাত্রা সেই ভরসায় এবারও। আমরা আমাদের সংগঠনের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে তবে সমাজের বিত্তবানরা যদি একটু এগিয়ে আসতেন তাহলে আমরা মধ্যবিত্ত পরিবার গুলোর পাশে আগের মত এবারও দাঁড়াতে পারতাম ।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...