ব্রেকিং নিউজ
Home - উপকূল - কাউখালীতে চালু করা হয়েছে ভ্রাম্যমাণ ‍‍‌‍‍” প্রাণিস্বাস্থ্য সেবা “কার্যক্রম

কাউখালীতে চালু করা হয়েছে ভ্রাম্যমাণ ‍‍‌‍‍” প্রাণিস্বাস্থ্য সেবা “কার্যক্রম

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধকল্পে কাউখালী উপাজেলার জনসাধারণ ও খামারী ভাইবোনেরা বাইরে বের হতে পারছেনা।এমতাবস্থায় তাদের গবাদিপ্রানীগুলো যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্যে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর,কাউখালী,পিরোজপুর এর উদ্যোগে “ভ্রাম্যমাণ প্রাণিস্বাস্থ সেবা”চালু করা হয়েছে।উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি,উপজেলা জাতীয় পার্টি (জেপি) এর সম্মানিত সাধারণ সম্পাদক,অফিসারবৃন্দ,সাংবাদিকবৃন্দ এবং প্রাণিসম্পদ দপ্তর এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।ভ্রাম্যমাণ প্রাণিস্বাস্থ সেবার পাশাপাশি প্রাণিসম্পদ দপ্তর এর কন্ট্রোল রুম খোলা হয়েছে। কট্রোল রুম এর যোগাযোগ নম্বরগুলো হল-ডাঃশহিদুজ্জামান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ০১৭২৩৬৮১৮৩২,ডাঃ সাগর চন্দ্র রায়,প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ০১৩০৪৬৬৭০৮০।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...