ব্রেকিং নিউজ
Home - উপকূল - কাউখালীতে সেবার নৌকা ঘরে ঘরে যায়

কাউখালীতে সেবার নৌকা ঘরে ঘরে যায়

অনলাইন ডেস্ক: পিরোজপুরের কাউখালীতে ‘সেবার নৌকা’ এর মাধ্যমে ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন উপজেলা প্রশাসন। করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় কাউখালী উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোছা. খালেদা খাতুন রেখা নদী তীরবর্তী ও চরের শ্রমজীবী মানুষের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী ও চিকিৎসাসেবা পৌঁছে দিতে সেবার নৌকা চালু করেন।

সেই নৌকায় চড়ে উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন সন্ধ্যা নদীর তীরে আমরাজুড়ি আশ্রয়নে বসবাস করা শ্রমজীবী দরিদ্র ৬০টি পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন পিরোজপুরের সম্মানিত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন মহোদয়। এছাড়া এসময় আমড়াজুড়ি ফেরিঘাটের কর্মহীন শ্রমিকদেরকেও খাদ্য সহায়তা দেওয়া হয়।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...