ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - বৃহস্পতিবার সারাদেশে বজ্রপাতে জীবন গেলো ৪১ জনের! আহত শতাধিক

বৃহস্পতিবার সারাদেশে বজ্রপাতে জীবন গেলো ৪১ জনের! আহত শতাধিক

আজকের মঠবাড়িয়া ডেস্ক- আজ বৃহস্পতিবার দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত পাওয়া খবরে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪১ জনে। এছাড়া গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন আরও শতাধিক মানুষ। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও সংবাদে পড়ুন বিস্তারিত.

রাজশাহীতে বজ্রপাতে তিন কৃষক সহ নিহত ৫

রাজশাহী প্রতিনিধি- মোহনপুর উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত চারজন। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, মোহনপুর আতা নারায়নপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক, হাটতৌড় গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ ও ডাঙ্গাপাড়া গ্রামের দীপেন চন্দের ছেলে সত্য চন্দ্র।

এদিকে গোদাগাড়ীতে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার গুসিরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী গ্রামের মোয়াজ্জেম হোসেনের স্ত্রী লাইলী বেগম (৪০)।

অন্যদিকে আম কুড়াতে গিয়ে এই দুর্গাপুর উপজেলায় বজ্রপাতে আরো এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পালশা খামারুপাড়া এলাকার মুনছুর রহমানের স্ত্রী মর্জিনা বেগম (৪০)।

রাজধানীতে ফুটবল খেলতে গিয়ে দুই ছাত্র নিহত

ডেমরা প্রতিনিধি- রাজধানীর ডেমরার কোনাপাড়া কাঠেরপুল এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে ২ জন ছাত্র নিহত হয়েছে। এ সময় আরো একজন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চারটায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম তাহসান লিংকন (২০) এবং শাহেদ (২৪)। আহতের নাম রায়আন (১৮)।

কিশোরগঞ্জে কলেজছাত্রসহ নিহত চার

কিশোরগঞ্জ প্রতিনিধি- বজ্রপাতে কিশোরগঞ্জের চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাজিতপুর উপজেলায় দু’জন, হোসেনপুর উপজেলায় একজন ও তাড়াইল উপজেলায় একজন মারা গেছেন।

মৃতরা হলেন-বাজতিপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের কাইকড়ি গ্রামের আবেু বক্করে স্ত্রী রিজিয়া বেগম (৫৬), দিলালপুর ইউনিয়নের বাহেরনগর এলাকার মঞ্জু মিয়ার ছেলে স্বপন মিয়া (২০), তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের আব্দুর কুদ্দুসের স্ত্রী মমতা বেগম (৪৫) ও হোসেনপুরের আড়াইবাড়িয়া গ্রামের রহমত আলীর ছেলে শরীফুল ইসলাম শুভ (১৮)। তিনি হোসেনপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে চার জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। ওই তিনজন হলেন উপজেলার চরশিবপুর গ্রামের সফিকুল ইসলাম, ইছাপুর গ্রামের সামছুল ইসলাম ও কানাইনগর গ্রামের কবির হোসেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, দুপুর ১২টার দিকে সফিকুল ও সামছুল নিজ নিজ জমির ধান কাটার কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ সময় সামছুলের ছেলে জনু আহত হন। পরে তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। আর কানাইনগর গ্রামের কবির নদী থেকে গোসল করে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এদিকে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের দোবাজাইল গ্রামে বজ্রপাতে জাহানারা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এসময় তার দুই মেয়ে তাসমিনা আক্তার (৩২) ও রোমেজা আক্তার (১২) আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহত জাহানারা একই গ্রামের রফিকুল ইসলাম রুকু মিয়ার স্ত্রী।

গাজীপুরে বজ্রপাতে নিহত ২

গাজীপুর প্রতিনিধি- গাজীপুরের কাপাসিয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সাতানা গ্রামের সানাউল্লাহ বেপারীর ছেলে মো. সাত্তার আলী (২৬) এবং কাপাসিয়ার খিরাটি গ্রামের কাজল মিয়ার স্ত্রী রুবিনা (৪০)।

হবিগঞ্জে বজ্রপাতে যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি- বানিয়াচংয়ের হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে হাবিব মিয়া (৩০) নিহত হয়েছেন। নিহতের স্বজনরা জানায়, বিকেলে হাবিব মিয়া বাড়ির পাশের জমির ধান কাটছিলেন। বিকেল ৩টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুরে বজ্রপাতে দুই সন্তানের জননী নিহত

সৈয়দপুর প্রতিনিধি- বৃহস্পতিবার দুপুরে কিশোরীগঞ্জ উপজেলার ফুলের ঘাট গ্রামে নিজ বাড়ির রান্নাঘরে বজ্রপাতে নিহত হয়েছেন দুই সন্তানের জননী লালবিবি। বজ্রপাতে রান্না ঘরটিও ক্ষতিগ্রস্ত হয়।

নাটোরে বজ্রপাতে এক নারীসহ দুজন নিহত

নাটোর প্রতিনিধি- নাটোরে লালপুরে বৃহস্পতিবার বিকেলে হঠাৎ বর্জপাতে এক নারীসহ দুজন নিহত এবং অপর এক নারীসহ দুজন আহত হয়েছেন। আহতদের লালপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে হঠাৎ বজ্রপাতে নাটোরের লালপুর উপজেলার উত্তর লালপুরের বান্টু আলীর স্ত্রী সাহারা বানু (৪৮) ও রঘুনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোবারক আলী (৩০) ঘটনাস্থলেই নিহত হন।

একই সময়ে উপজেলার মোহরকয়া গ্রামে আব্দুস সালামের স্ত্রী পাপিয়া খাতুন (২৫) ও কাজীপাড়ার জনৈক মোহাম্মদ আলীর ছেলে সাজেদুল ইসলাম বজ্রপাতে আহত হয়েছেন। আহত দুজনকেই লালপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলবাড়ীতে বজ্রপাতে আদিবাসী বৃদ্ধ নিহত

ফুলবাড়ী প্রতিনিধি- দিনাজপুরের ফুলবাড়ীতে বৃহস্পতিবার সকালে বজ্রপাতে মঙ্গল মুরমু (৫৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত মঙ্গল মুরমু উপজেলার শিবনগর ইউনিয়নের বাসুদেবপুর আমপাড়া গ্রামের মৃত উমান মুরমুর ছেলে।

পরিবারের লোকজন জানান, মঙ্গল মুরমু বাড়ির আঙ্গীনা থেকে ধানের বস্তা ঘরে ওঠানোর সময় বজ্রপাত তার শরীরে এসে পড়লে গোটা শরীর ঝলসে যায়। মুমুর্ষূ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জের বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ ৫ জনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। এরা হলেন হাসিল উল্লাপাড়া উপজেলার সিমলা গ্রামের আব্দুল লতিফ (৩০), একই উপজেলার বেতুয়া গ্রামের শাহেনূর (২৮), রায়গঞ্জ উপজেলার হাসিল মাদ্রাসার সহকারী শিক্ষক বেতগাড়ী গ্রামের আব্দুল আজিজের ছেলে আনোয়ার হোসেন(৪৫), একউ পজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনূর গ্রামের নূরনবী সরকারের মেয়ে নুপুর খাতুন (৮) ও বৈকন্ঠপুর গ্রামের আজিজুল হকের ছেলে সুলতান মাহমুদ (৩৫)।

সন্ধ্যায় বজ্রপাতে নিহতেরা মাঠে ধান কাটা, গরু আনতে ও আম কুড়াতে গিয়ে তারা বজ্রপাতে মৃত্যু বরন করেন।

নরসিংদীতে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

নরসিংদী ও রায়পুরা উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। দুপুরে সদর উপজেলার মহিষাশুরা ইউনিয়নে মহিষাশুরা গ্রামের আব্দুল করিম (৫০) আকাশ মেঘাচ্ছন্ন দেখে মাঠে গরু আনতে স্থানীয় বানিয়ার খাল এলাকায় যান। এ সময় হঠাৎ তার ওপর বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান। একই সময় সদর উপজেলার নজরপুর ইউনিয়নের চম্পকনগর গ্রামে গৃহবধূ ফুলি বেগম (৩২) বজ্রপাতে মারা যান। প্রচ- ঝড়-বৃষ্টি উপেক্ষা করে গ্রামের চান্দু মিয়ার স্ত্রী এক সন্তানের জননী ফুলি বেগম পাশের জমিতে ছাগল আনতে গেলে বজ্রপাতে মারা যান।

এদিকে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরচর গ্রামে বজ্রপাতে নিহত হয়েছেন গৃহবধূ জোসনা বেগম (৩৮)। দুপুরে বাড়ির অদূরে মাঠে কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটলে জোসনা বেগমসহ তার পরিবারের আরো দুজন আহত হয়। স্থানীয়রা তাদের রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার জোসনা বেগমকে মৃত ঘোষণা করেন।

এদিকে মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে বলরাম দাস (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। তিনি নরসিংদীর সদর উপজেলার দোয়ানী গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার নরসিংদী ও আড়াইহাজারের সীমানা এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে নৌকায় করে বলরামসহ কয়েকজন জেলে মেঘনায় মাছ ধরছিলেন। হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে আড়াইহাজারের গোপালদী মডার্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনায় বজ্রপাতে ছয় জনের মৃত্যু

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে বৃহস্পতিবার বিকেলে বজ্রপাতে দুই ব্যক্তি নিহত ও অপর এক ব্যক্তি আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বারকোনা ইমান আলীর ছেলে ফজলুর রহমান (৩৫) ও একই ইউনিয়নের রাউতকান্দি গ্রামের মৃত মিহির উদ্দিন প্রাং এর ছেলে হাজী ছকির উদ্দিন (৭৫)।

এদিকে জেলার আমিনপুরের পৃথক স্থানে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এরা হলো, আহম্মদপুর ইউনিয়নের দক্ষিণচর গ্রামের মৃত রইছ সরদারের ছেলে শহীদ সর্দার (৫৮), সোনাতলা গ্রামের ইউসুফ সেখ ওরফে এছো সেখের ছেলে হীরা (১৩), বাঘলপুর গ্রামের ময়েন সরদার (৬৫) এবং তার নাতনী মৃত শিরু সরদারের মেয়ে শিখা খাতুন (১৩)। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষক নিহত

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ভারী বর্ষণের সময় বজ্রাঘাতে ইউনুস সিকদার (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল চারটার দিকে উপজেলার দাউদখালি ইউনিয়নের বড় হারজী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহত কৃষক ইউনুসের ছোট ভাইয়ের স্ত্রী গৃহবধূ আয়েশা বেগম (৪৫) বজ্রঘাতে গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাননো হয়েছে। নিহত কৃষক ই্উনুস উপজেলার বড় হারজী গ্রামের মৃত লাল মিয়া সিকদারের ছেলে।

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে বৃদ্ধ নিহত

নওগাঁ ও আত্রাই প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে জয়নাল উদ্দিন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। জয়নাল উদ্দিন উপজেলার বিষা উত্তর গ্রামের মৃত ব্যাঙ্গা প্রামাণিকের ছেলে। বিকেলে সাড়ে ৫টার দিকে বজ্রপাতে তিনি মারা যান।

নেত্রকোনায় বজ্রপাতে যুবক নিহত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে রুবেল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধোবারুহী গ্রামের আ. বারেকের ছেলে। এ সময় রুবেলের চাচি রেজিয়া আক্তার বজ্রপাতে আহত হয়।
সুত্রঃ সময়ের কন্ঠস্বর

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...