ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - জামরুল থেকে লকট

জামরুল থেকে লকট

আজিজুল হক তানবীরঃ জামরুল আমাদের দেশের গ্রীষ্মকালীন ফল। কোনো কোনো এলাকায় এর নাম আরমুজ। তবে আমাদের বরিশালে এই ফল ‘লকট’ নামে পরিচিত। এই লকট ফল দেখতে সুন্দর ও লোভনীয় হলেও খেতে তত সুস্বাদু নয়, তবে কারো কাছে বেশ সুস্বাদু। জামরুল সাদা ও মেরুন বর্ণের হয়। এই ফল ডায়াবেটিক রোগীর জন্য খুব উপকারী। ফলটি রসাল ও হালকা মিষ্টি। পুষ্টিগুণ অন্য ফলের মতো স্বাভাবিক। এতে মোট খনিজ পদার্থের পরিমাণ কমলার তিন গুণ ও আম, আনারস ও তরমুজের সমান। ক্যালসিয়ামের পরিমাণ লিচু ও কুলের সমান এবং আঙুরের দ্বিগুণ। আয়রনের পরিমাণ কমলা, আঙুর, পেঁপে ও কাঁঠালের চেয়ে বেশি। ফসফরাসের পরিমাণ আপেল, আঙুর, আম ও কমলার চেয়ে বেশি।

Leave a Reply

x

Check Also

প্রকৃতি🌿 বর্ষার দূত কদম

আজ ১ আষাঢ় । বর্ষা কাল। প্রকৃতিজুড়ে বাদলের গান। বর্ষায় প্রকৃতিতে ফোঁটে নানা ফুল । ...