ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - আন্তর্জাতিক শ্রমিক দিবস- উৎসবের নাকি শোকের দিন !!!

আন্তর্জাতিক শ্রমিক দিবস- উৎসবের নাকি শোকের দিন !!!

মোঃ রাসেল সবুজঃ অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে। আজ, যারা অন্ধ, সবচেয়ে বেশি আজ চোখে দ্যাখে তারা; পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। আজ পৃথিবীর অন্যান্য ৮০টি দেশের মতো আমাদের দেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস যা মে দিবস নামেই বেশি পরিচিত। যদিও জাতিসঙ্ঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩ টি। আমেরিকা ও কানাডাতে অবশ্য সেপ্টেম্বর মাসে শ্রম দিবস পালিত হয়। আজ সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে শ্রম দিবসের অনুষ্ঠান দেখলাম। প্রায় প্রতিটা অনুষ্ঠানের মঞ্চেই সেইসব মানুষদের দেখলাম যাদের হাতেই আমাদের শ্রমিকরা সবচেয়ে বেশি শোষিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এমন উৎসবমুখর অনুষ্ঠান মে দিবসের মূল ভাবনার সাথে কতটুকু যায় আমি ঠিক বুঝতে পারিনা। হয়তো ইচ্ছে করেই মালিক পক্ষ শ্রমিকদের মে দিবসের মূল চেতনা থেকে দূরে সরিয়ে রাখছে। দাবির প্রতি সোচ্চার হওয়ার চেয়ে আনন্দ-ফুর্তিতে মশগুল রাখলেই তো বেশি লাভ।

জনপ্রিয় এক শ্রমিক নেতা যিনি আমাকে অনেক স্নেহ করেন দাওয়াত দিলো পিকনিকে যাবার জন্য। তারা একটি গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিকদের নিয়ে গাজীপুরের কোন এক শুটিং হাউজে পিকনিকে যাচ্ছে। সকল খরচ মালিক পক্ষের…………!! এভাবে আর কতদিন চলবে?

মাত্র একদিনের জন্য শ্রমিক বান্ধব সেজে সারা বছর তাদের রক্ত চুষতে লজ্জা লাগেনে? অবশ্য যে দেশে গণতন্ত্র বলতে শুধুমাত্র একদিনের ভোটাধিকারকে বোঝায় সে দেশে শ্রম-অধিকার যে শুধু একদিনেরই হবে সেটাই স্বাভাবিক।

নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, যে দেশে সত্যিকারের গণতন্ত্র আছে সেখানে কখনো দুর্ভিক্ষ হতে পারেনা। তেমনি যে গণতন্ত্র থাকে সে দেশে শ্রমিকদের অধিকারও থাকে। তাই আমরা সেই পুরানো দাবিটা আবারো মনে করিয়ে দিচ্ছি, “গণতন্ত্র মুক্তি পাক, পুঁজিবাদ নিপাত যাক”। আমি জানিনা দুঃখের কী মাতৃভাষা ভালোবাসার কী মাতৃভাষা বেদনার কী মাতৃভাষা যুদ্ধের কী মাতৃভাষা। রক্তে স্রোত গড়িয়ে গড়িয়ে পড়ে, শব্দ হয়, শুনি কিন্তু আমি রক্তের কী মাতৃভাষা এখনও জানিনা ! বেদনার কী মাতৃভাষা এখনো জানিনা! শুধু আমি জানি আমি একটি মানুষ, আর পৃথিবীতে এখনও আমার মাতৃভাষা, ক্ষুধা ! (মাতৃভাষা, আবুল হাসান)

Leave a Reply

x

Check Also

কাঁচা মরিচের অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা

অনলাইন ডেস্কঃ কাঁচা মরিচের অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা কাঁচা মরিচ সাধারনত আমরা আমাদের খাদ্যের স্বাদ ...