ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - সবচেয়ে খারাপ পেশা খবরের কাগজে সাংবাদিকতা!

সবচেয়ে খারাপ পেশা খবরের কাগজে সাংবাদিকতা!

আজকের মঠবাড়িয়া ডেক্স : যুদ্ধ, কার্ফু, দুর্গম পথ, প্রতিকূল আবহাওয়া- খবর সংগ্রহের জন্য তারা সর্বদাই নিবেদিত প্রাণ। প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ। নিশ্চিন্ত গৃহকোণের সুখ তাদের চাকরিতে নেই। হ্যাঁ, কথা হচ্ছে সাংবাদিকদের।

নতুন প্রজন্মের কেউ যদি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেওয়ার স্বপ্ন দেখে (বিশেষ করে খবরের কাগজে), তাহলে তাদের জন্য সতর্কবার্তা, বিশ্বের সবচেয়ে খারাপ চাকরির মধ্যে এক নম্বরে স্থান পেয়েছে সংবাদপত্রে রিপোর্টারের চাকরি। সাম্প্রতিক একটি সমীক্ষার রিপোর্টের দাবি, বিশ্বের সবচেয়ে খারাপ পেশা নাকি সাংবাদিকতা।

মার্কিন যুক্তরাষ্ট্রের কেরিয়ারকাস্ট নামে একটি জব ওয়েবসাইট সম্প্রতি বিশ্বের ২০০টি পেশার উপর একটি সমীক্ষা চালায়। কাজের পরিবেশ, আয়, কাজের চাপ, মানসিক চাপ- সব কিছুর ভিত্তিতে সার্বিকভাবে র‌্যাঙ্ক দেওয়া হয় বিভিন্ন পেশাকে। তাতে আয়, কাজের পরিবেশ, চাপ, অবসাদ- সহ কিছুতেই সবচেয়ে খারাপ পেশার তকমা জুটেছে সাংবাদিকতার। আর সবচেয়ে ভালো পেশায় এক নম্বরে রয়েছে বিজ্ঞানী বা গবেষণা।

সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, সাংবাদিকদের বেতন ক্রমেই কমছে। গত দশ বছরে গোটা বিশ্বেই খবরের কাগজের বিক্রি কমেছে। বিজ্ঞাপন বাবদ আয় কমেছে। সেই সঙ্গে লাভও কমেছে কোম্পানিগুলোর। যার প্রভাব পড়েছে সাংবাদিকদের আয়েও। এদিকে আয় কমলেও, কাজের চাপ, বিপদের আশঙ্কা একটুও কমেনি।

গবেষণা ছাড়াও, সুখের পেশায় প্রথমসারিতে রয়েছে, মেডিক্যাল স্টেনোগ্রাফার, ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্টের মতো পেশাও।

সমীক্ষার রিপোর্টে, সাংবাদিকতার পর সবচেয়ে খারাপ প্রথম ১০টি পেশার মধ্যে রয়েছে, ডিস্ক জকি, সেলসম্যান, ট্যাক্সি ড্রাইভার ইত্যাদি।
(সূত্র: স্বাধীনবাংলা২৪ডটকম।)

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ার তেঁতুলতলা বাজার খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া দধিভাঙ্গা-বড়হারজি-মঠবাড়িয়া খালের তেতুলতলা বাজার সংলগ্ন খাল দখলকৃত অবৈধ স্থাপনা গুড়িয়ে ...