কাউখালী প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে জেলে কর্মসংস্থানের লক্ষে ছাগল,খোয়ার ও বৈধ মাছধরা জাল বিতরন করা হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর চত্বরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপকরণ সহায়তা হিসেবে ছাগল, খোয়ার ও বৈধ মাছধরা জাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা।
বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন,, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, জেলা মৎস কর্মকর্তা আব্দুল বারী, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাংবাদিক হাফেজ মাসুম বিল্লাহ প্রমূখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, আটটি গ্রুপে ৪০ জন জেলেকে আটটি বৈধ জাল দেওয়া হয় এবং ২০ জন জেলেকে দুইটি করে ৪০ টি ছাগল ও ছাগল প্রতিপালনে খোয়ার বিতরণ করা হয়।

Leave a Reply
You must be logged in to post a comment.