কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
”শেখ হাসিনার উপহার, প্রাণির পাশেই ডাক্তার” – ”স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এ বক্তব্য সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ।
আজ শনিবার(২৫ ফেব্রুয়ারি) সকালে সরকারি বালক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার তরুণ কুমার শিকদার, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তালুকদার মোঃ দেলোয়ার হোসেন, কাউখালী উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ওয়াসিম রুবেল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ সহ গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ । মেলায় উপজেলার বিভিন্ন খামারীরা ৩৫টি স্টল নিয়ে অংশগ্রহণ করেন। প্রদর্শনী ভিতরে জনসাধারণের দৃষ্টি কেড়েছে বিড়ালের প্রদর্শনী। প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করেন গাভী খামারি মো: সুইট হোসেন।
Leave a Reply
You must be logged in to post a comment.