ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে ১০ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিক্রি শুরু

পিরোজপুরে ১০ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিক্রি শুরু

পিরোজপুর প্রতিনিধিঃ শেখ হাসিনার বাংলাদেশ / ক্ষুধা হবে নিরুদ্দেশ , এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে শুরু হয়েছে ১০ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিক্রি। আজ রবিবার সকালে জেলা প্রশাসাক আবু আলী মো. সাজ্জাদ হোসেন খাদ্য বান্ধব এ কর্মসুচির উদ্বোধন করেন। সপ্তাহের রবি-মঙ্গল ও বৃহস্পতিবার শহরের ৯টি পয়েন্টে ডিলারের মাধ্যমে জন প্রতি ৫ কেজি করে এ চাল বিক্রি করা হবে।
জেলা প্রশাসক জানান, করোনা ভাইরাস প্রতিরোধ কর্মসুচীর কারনে দেশব্যাপী কর্মহীন ঘরবন্দি মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সপ্তাহের ৩দিন শহরের ৯টি ওয়ার্ডের ৯টি পয়েন্টে ১০ মে:ট: করে মোট ৩০ মে:ট: চাল বিক্রি করা হবে। এতে করে ৬ হাজার ভোক্তা এর সুফল পাবে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, আগামী জুন মাস পর্যন্ত এ কার্যক্রম অব্যহত থাকবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...